আঁখি-পাতা ঘুমে জড়ায়ে আসে
বাণী
আঁখি-পাতা ঘুমে জড়ায়ে আসে ওগো চাঁদ জাগিয়া থেকো সুদূর আকাশে।। জাগিয়া থেকো কবরীর মালা পথ যেন পায় সে তোমার সুবাসে।।
রাগ ও তাল
রাগঃ কাফি-কানাড়া
তালঃ আড়া চৌতাল
সম্মানিত অতিথি আপনার প্রিয় নজরুলগীতিটি এই ওয়েব সাইটে খুঁজে না পেলে অনুগ্রহ করে আমাদের জানান। আমরা যথাশীঘ্র সেইটি সংযোজন করার চেষ্টা করবো।