মুখে কেন নাহি বলো আঁখিতে যে কথা কহো
বাণী
মুখে কেন নাহি বলো আঁখিতে যে কথা কহো অন্তরে যদি চাহো মোরে তবে কেন দূরে দূরে রহো।। প্রেম -দীপ শিখা অন্তরে যদি জ্বলে কেন চাহো তারে লুকাইতে অঞ্চলে পূজিবে না যদি সুন্দরে রূপ -অঞ্জলি কেন বহো।। ফুটিলে কুসুম -কলি রহে না পাতার তলে, কুণ্ঠা ভুলিয়া দখিনা-বায়ের কানে কানে কথা বলে। যে অমৃত-ধারা উথলে হৃদয় মাঝে রুধিয়া তাহারে রেখো না হৃদয় লাজে প্রাণ কাঁদে যার লাগি, তারে কেন বিরহ দহনে দহো।।
আল্লা নামের শিরনি তোরা কে নিবি কে আয়
বাণী
আল্লা নামের শিরনি তোরা কে নিবি কে আয়। মোরা শিরনি নিয়ে পথে হাঁকি (নিতে) কেহ নাহি চায়।। এই শিরনির গুণে ওরে শোন শিরিণ্ হবে তোর তিক্ত মন রে রাঙা হবে ভাঙা হৃদয় এই শিরনির মহিমায়।। ধররে প্রাণের তশ্তরি তোর আরশ পানে মেলে, খোদার খিদে মিটবে রে ভাই এই শিরনি খেলে। তোদের পেট পুরিলি ধূলামাটি খেয়ে করলি হেলা আল্লার নাম পেয়ে তোরা কাবা পাবার দরজা পাবি আয় আল্লা নামের দরজায়।।
তোমার আসার আশায় দাঁড়িয়ে থাকি
বাণী
তোমার আসার আশায় দাঁড়িয়ে থাকি একলা বালুচরে নদীর পানে চেয়ে চেয়ে মন যে কেমন করে।। অনেক দূরে তরী বেয়ে আসে যদি কেউ, আমার বুকে দুলে ওঠে উজান নদীর ঢেউ; নয়ন মুছে চেয়ে দেখি সে গিয়েছে স'রে।। আঁচল-ঢাকা ফুলগুলিও শুকায় বুকের তলে ঘরে ফিরি গাগরি মোর ভ'রে নয়ন জলে। বিদেশে তো যায় অনেকে আবার ফিরে আসে, কপাল দোষে তুমি শুধু রইলে পরবাসে; অধীর নদী রোদন বাজে বুকের পিঞ্জরে।।