দূর আরবের স্বপন দেখি
বাণী
দূর আরবের স্বপন দেখি বাংলাদেশের কুটির হ'তে। বেহোশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কা'বার পথে।। হায় গো খোদা, কেন মোরে পাঠাইলে হায় কাঙ্গাল ক'রে; যেতে নারি প্রিয় নবীর মাজার শরীফ জিয়ারতে।। স্বপ্নে শুনি নিতুই রাতে - যেন কা'বার মিনার থেকে কাঁদছে বেলাল ঘুমন্ত সব মুসলিমেরে ডেকে ডেকে। ইয়া এলাহি ! বল সে কবে আমার স্বপন সফল হ'বে, গরিব ব'লে হব কি নিরাশ, মদিনা দেখার নিয়ামতে।।
আগুন জ্বালাতে আসিনি গো আমি
বাণী
আগুন জ্বালাতে আসিনি গো আমি এসেছি দেয়ালি জ্বালাতে শুধু ক্রন্দন হয়ে আসিনি এসেছি চন্দন হতে থালাতে॥ ধরায় আবার আসিয়াছি প্রিয়া তব মুখখানি দেখিব বলিয়া তাই প্রদীপ হইয়া নীরবে পুড়ি তোমারই বরণ ডালাতে॥ তব মিলন বাসরে ঘুম ভাঙাইতে আসিনি তুমি কেন লাজে ওঠো আকুলি তব রাঙা মুখখানি রাঙাইয়া যাব চলে গো আমি সাঁঝের ক্ষণিক গোধূলি। তব কাজল নয়ন-পল্লব ছায়ে, অশ্রুর মত রহিব লুকায়ে ঝরিতে এসেছি ফুল হয়ে আমি তোমার বুকের মালাতে॥
এসো এসো পাহাড়ি ঝর্ণা মেঘ সজল
বাণী
এসো এসো পাহাড়ি ঝর্ণা মেঘ সজল কাজল বর্ণা এসো জল ছিটিয়ে ফুল ফুটিয়ে এসো।। উপল নুড়িতে কাঁকন চুড়িতে রিনি ঠিনি ছন্দে বন্য আনন্দে এসো এসো ছলছল ঝলমল আঁচল লুটিয়ে এসো।। তৃষ্ণায় ডাকে কূলে কূলে হরিণী আনো কৃষ্ণার জল নির্ঝরিণী। ফুলবনে ভ্রমর দল জুটিয়ে এসো।। এসো তপ্ত ধরার বক্ষে, শান্তি ধারা আনো চক্ষে শীতল হোক খরতর বায়ু, নির্জীব প্রান্তরে আনো পরমায়ু এসো পাষাণ-কারারঘুম টুটিয়ে এসো।।
নাটকঃ‘মদিনা’
মহুয়া বনে লো মধু খেতে সই
বাণী
মহুয়া বনে লো মধু খেতে, সই, বাহিরে চাঁদ এলো, ঘরে মোর চাঁদ কই।। আমার নাচের সাথী কোথা পাইনে দেখা সরে না পা ওলো নাচতে একা সে বিনে সখী লো আমি আমার নই।। মিছে মাদলে তাল হানে মাদলিয়া, সে কি গেল বিদেশ, মোরে না বলিয়া। দূরে বাঁশি বাজে পলাশ পিয়াল বনে, বুঝি ঐ বঁধু মোর, যেন লাগে মনে সে মোরে ভুলে নাচে কাহার সনে? সে যে জানতো না সজনী কভু আমি বৈ।।
নিশীথ জাগিয়া সে কি মোর
বাণী
নিশীথ জাগিয়া সে কি মোর গান শোনে। যে গান ভাসিয়া যায় আজি নিশি-পবনে।। বলাকা মালার মত আকাশের কোলে, তারা যেতে যেতে হায়, ছায়া ফেলিয়া কি যায় — তার মন-বাতায়নে।। মোর কুণ্ঠিতা বাণী সুরের গুণ্ঠনে শিহরায় আবেশে, শুনিয়া আমার গান আমার চেয়ে কি গো মোর কথা ভাবে সে। আমার সঙ্গীত-ইঙ্গিত তাহারে, আনিবে না কি মোর পথের ধারে। সুমুখে যে কথা তায়, বলিতে পারি না হায় — গানের আড়ালে তাই জানাই গোপনে।।