বাণী
পাষাণ-গিরির বাঁধন টুটে নির্ঝরিণী আয় নেমে আয়। ডাকছে উদার নীল-পারাবার আয় তটিনী আয় নেমে আয়।। বেলাভূমে আছড়ে প’ড়ে কাঁদছে সাগর তোরই তরে, তরঙ্গেরি নূপুর প’রে জল-নটিনী আয় নেমে আয়।। দুই ধারে তোর জল ছিটিয়ে, ফুল ফুটিয়ে আয় নেমে আয়, শ্যামল-তৃণে চঞ্চল-অঞ্চল লুটিয়ে আয় নেমে আয়।। ডাগর১ তোর চোখের চাওয়ায় সাগর-জলে জোয়ার জাগায়, সেই নয়নের স্বপন দিয়ে বন-হরিণী আয় নেমে আয়।।
১. সজল যে