বাণী
দেখলে তোমায় বাসতে ভালো হয় না কারো ভুল। রূপ-দীপালি দোদুল দেহ প্রেম ঢুল্ ঢুল্।। সোহাগ কথার মায়ার ফাঁদে ব্যাকুল হিয়া সদাই কাঁদে, রই চেয়ে ঐ বদন-চাঁদে চকোর আকুল।। সুনীল চোখের মায়া দেখি সজল আকাশে, কাজল-কালো অলক-লতা মেঘেতে ভাসে। গোলাপ বনে গেলে সখি তোমায় যবে পাশে দেখি, আমার ভুল হয়ে যায় কোন্টি তুমি, কোন্টি গোলাপ ফুল।।