বাণী
কাছে তুমি থাকো যখন তখন আমি দিই না ধরা। দূরে থেকে কাঁদো যখন তখনি হই স্বয়ম্বরা।। তখন তোমার অভিসারে মন ছুটে যায় অন্ধকারে তখন ওঠে বিরহেরি ব্যাকুল রোদন পাগল পারা।। প্রিয়, তুমি যবে রহ পাশে — কেন এতো ভয় জাগে গো, কেন মনে দ্বিধা আসে! ভিক্ষা যখন চাও ভিখারি হাত কাঁপে গো দিতে নারি, তুমি চ'লে গেলে লুকিয়ে কাঁদি ভিক্ষা নিয়ে আঁচল ভরা।।