উতল হ'ল শান্ত আকাশ তোমার কলগীতে
বাণী
উতল হ'ল শান্ত আকাশ তোমার কলগীতে বাদল ধারা ঝরে বুঝি তাই আজ নিশীথে।। সুর যে তোমার নেশার মত, মনকে দোলায় অবিরত, ফুলকে শেখায় ফুটতে গো, পাখিকে শিস দিতে।। কেন তুমি গানের ছলে বঁধু, বেড়াও কেঁদে? তীরের চেয়েও সুর যে তোমার প্রাণে অধিক বেঁধে। তোমার সুরে কোন সে ব্যথা, দিলো এতো বিহ্বলতা আমি জানি (ওগো) সে বারতা তাই কাদিঁ নিভৃতে।।
আল্লা নামের বীজ বুনেছি
বাণী
আল্লা নামের বীজ বুনেছি এবার মনের মাঠে। ফলবে ফসল বেচব তারে কেয়ামতের হাটে।। পত্তনীদার যে এ জমির খাজনা দিয়ে সেই নবীজীর বেহেশতেরই তালুক কিনে বসব সোনার খাটে।। মসজিদে মোর মরাই বাঁধা হবে নাকো চুরি, মনকির নকির দুই ফেরেশতা হিসাব রাখে জুড়ি' রে; রাখবো হেফাজতের তরে ঈমানকে মোর সাথী করে, রদ হবে না কিস্তি (মোর), জমি উঠবে না আর লাটে।।