আমিনা দুলাল এসো মদিনায়
বাণী
আমিনা দুলাল এসো মদিনায় ফিরিয়া আবার, ডাকে ভুবনবাসী। হে মদিনার চাঁদ! জ্যোতিতে তোমার, আঁধার ধরার মুখে ফোটাও হাসি।। নয়নেরই পিয়ালায় আনো হজরত তরাইতে পাপীরে খোদার রহমত, আবার কাবার পানে ডাকো সকলে বাজায়ে মধুর কোরানের বাঁশি।। শোকে বেদনার পাপের জ্বালায় হের মৃত-প্রায় আজি বিশ্ব নিখিল, খোদার হাবিব এসে বাঁচাও বাঁচাও, বসাও খুশির হাট, তাজা কর দিল্। প্রেম-কওসর দিয়ে বেহেশ্ত্ হতে মেহেদীরে পাঠাও দুঃখের জগতে, দুনিয়া ভাসুক পুন পুণ্য-স্রোতে শোনাও আজান পাপ-তাপ-বিনাশী।।
কালো মেয়ের পায়ের তলায়
বাণী
কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। (তার) রূপ দেখে দেয় বুক পেতে শিব যার হাতে মরণ বাঁচন।। কালো মায়ের আঁধার কোলে শিশু রবি শশী দোলে (মায়ের) একটুখানি রূপের ঝলক স্নিগ্ধ বিরাট নীল–গগন।। পাগলী মেয়ে এলোকেশী নিশীথিনীর দুলিয়ে কেশ নেচে বেড়ায় দিনের চিতায় লীলার রে তার নাই কো শেষ। সিন্ধুতে মা’র বিন্দুখানিক ঠিকরে পড়ে রূপের মানিক বিশ্বে মায়ের রূপ ধরে না মা আমার তাই দিগ্–বসন।।
তুমি আঘাত দিয়ে মন ফেরাবে
বাণী
তুমি আঘাত দিয়ে মন ফেরাবে এই কি তোমার আশা? আমার যে নাথ অনন্ত সাধ, অনন্ত পিপাসা॥ দাহন তুমি করবে যত প্রেমের শিখা জ্বলবে তত সে যে আমার মন্ত্র পূজার তোমার কঠিন ভাষা॥ ফুলমালী! ফুলের শাখা কাটো যত পার, আহত সেই ফুল-শাখাতে ধরবে কুসুম আরো। হানলে আঘাত নিথর জলে, অধীর বেগে ঢেউ উথলে, তোমার অবহেলায় বিপুল হ’ল ভীরু ভালোবাসা। আমার ভীরু ভালোবাসা॥
স্বপ্নে দেখি একটি নতুন ঘর
বাণী
স্বপ্নে দেখি একটি নতুন ঘর তুমি আমি দু’জন প্রিয় তুমি আমি দু’জন। বাহিরে বকুল-বনে কুহু পাপিয়া করে কুজন।। আবেশে ঢুলে’ ফুল-শয্যায় শুই মুখ টিপে হাসে মল্লিকা যুঁই কানে কানে গানে গানে কহে ‘চিনেছি উতল সমীরণ’।। পূর্ণিমা চাঁদ কয়, গান আর সুর, চঞ্চল ওরা দু’জন প্রেম-জ্যোতি আনন্দ-আঁখিজল, ছল ছল ওরা দু’জন। মৌমাছি কয়, গুন্ গুন্ গান গাই মুখোমুখি দু’জনে সেইখানে যাই শারদীয়া শেফালি গায়ে পড়ে কয় — ‘ব্রজের মধুবন — এই তো ব্রজের মধুবন’।।