দয়া ক’রে দয়াময়ী ফাঁসিয়ে দে এই ভুঁড়ি
বাণী
[ওমা — ভুঁড়ি নিয়ে গেলাম মা — ওমা — মা-মা-মা] দয়া ক’রে দয়াময়ী ফাঁসিয়ে দে এই ভুঁড়ি এ ভুঁড়ি তো নয় ভূধর যেন উদর প্রদেশ জুড়ি॥ ক্রমেই ভুঁড়ির পরিধি মা যাচ্ছে ছেড়ে দেহের সীমা আমার হাত পা রইল বাঙালি ওমা পেট হল ভোজপুরী॥ উপুড় হতে নারি মাগো সর্বদা চিৎপাৎ ভয় লাগে কাৎ হলেই বুঝি হব কুপোকাৎ শালীরা কয় হায় রে বিধি রোলার বিয়ে করলেন দিদি গুঁড়ি ভেবে ঠেস দেয় কেউ কেউ দেয় সুড়সুড়ি॥ (আর) ভুঁড়ি চলে আগে আগে আমি চলি পিছে কুমড়ো গড়ান গড়িয়ে পড়ি নামতে সিঁড়ির নীচে। পেট কি ক্রমে ফুলে ফেঁপে উঠবে মাগো মাথা ছেপে (ওগো) কেউ নাদা কয় কেউ গম্বুজ (বলে) কেউবা গোবর ঝুড়ি। গাড়িতে মা যেই উঠেছি ভুঁড়ি লাগায় লম্ফ ভুমিকম্পের চেয়েও ভীষণ আমার ভুঁড়ি কম্প। সার্ট ক্রমে পেটে এঁটে গেঞ্জি হয়ে গেল সেঁটে দে ভুঁড়ির ময়দা ফেটে হাত পা গুলো ছুড়ি হালকা হয়ে মনের সুখে হাত পা গুলো ছুড়ি এই ভুঁড়ির ময়দা ফেটে দে ফায়দা কি আর এই ভুঁড়িতে ময়দা ফেটে দে হালকা হয়ে মনের সুখে ওমা, হাত-পাগুলো ছুড়ি॥
বাদলা রাতে চাঁদ উঠেছে
বাণী
বাদলা রাতে চাঁদ উঠেছে কৃষ্ণ মেঘের কোলে রে। ব্রজ পুরে তমাল-ডালের ঝুলনাতে দোলে রে।। নীল চাঁদ আর সোনার চাঁদে বাঁধা বন-মালার ফাঁদে রে এই চাঁদ হেসে আরেক চাঁদের অঙ্গে পড়ে ঢ’লে রে।। যুগল শশী হেরি গোপী কহে, বাদলা রাতই ভালো রে, গোকুল এলো ব্রজে নেমে ধরা হল আলো রে। দেব-দেবীরা চরণ-তলে বৃষ্টি হয়ে পড়ে গ’লে রে, বেদ-গাথা সব নূপুর হয়ে রুনুঝুনু বোলে রে।।
ফুল-ফাগুনের এলো মরশুম
বাণী
ফুল-ফাগুনের এলো মরশুম বনে বনে লাগল দোল্। কুসুম-সৌখিন দখিন হাওয়ার চিত্ত গীত-উতরোল।। অতনুর ঐ বিষ-মাখা শর নয় ও-দোয়েল শ্যামার শিস্, ফোটা ফুলে উঠ্ল ভ’রে কিশোরী বনের নিচোল।। গুল্বাহারের উত্তরী কার জড়াল তরু-লতায়, মুহু মুহু ডাকে কুহু তন্দ্রা-অলস, দ্বার খোল। রাঙা ফুলে ফুল্ল-আনন দোলে কানন-সুন্দরী, বসন্ত তার এসেছে আজ বরষ পরে পথ-বিভোল্।
কলঙ্ক আর জোছনায় মেশা তুমি সুন্দর চাঁদ
বাণী
কলঙ্ক আর জোছনায় মেশা তুমি সুন্দর চাঁদ জাগালে জোয়ার ভাঙ্গিলে আবার সাগর-কুলের বাঁধ।। তিথিতে তিথিতে সুদূর অতিথি ভোলাও জাগাও ভুলে যাওয়া স্মৃতি এড়াইতে গিয়ে পরানে জড়াই তোমার রূপের ফাঁদ।। চাহি না তোমায় তবু তোমারেই ভাবি বাতায়নে বসি’ আমার নিশীথে তুমি আনিয়াছ শুল্কা চতুর্দশী। সুন্দর তুমি তবু হয় মনে আছে কলঙ্ক জোছনার সনে মুখোমুখি বসে কাঁদে তাই বুকে সাধ আর অবসাদ।।