শুভ্র সমুজ্জ্বল হে চির–নির্মল
বাণী
শুভ্র সমুজ্জ্বল, হে চির–নির্মল শান্ত অচঞ্চল ধ্রুব–জ্যোতি অশান্ত এ চিত কর হে সমাহিত সদা আনন্দিত রাখো মতি।। দুঃখ–শোক সহি অসীম সাহসে অটল রহি যেন সম্মানে যশে তোমার ধ্যানের আনন্দ–রসে নিমগ্ন রহি হে বিশ্বপতি।। মন যেন না টলে খল কোলাহলে, হে রাজ–রাজ! অন্তরে তুমি নাথ সতত বিরাজ, হে রাজ–রাজ! বহে তব ত্রিলোক ব্যাপিয়া, হে গুণী, ওঙ্কার–সংগীত–সুর–সুরধুনী, হে মহামৌনী, যেন সদা শুনি সে সুরে তোমার নীরব আরতি।।
জয় দুর্গা জননী দাও শক্তি
বাণী
[ওম্ সর্বমঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে। শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে।।] জয় দুর্গা, জননী, দাও শক্তি শুদ্ধ জ্ঞান দাও, দাও প্রেম-ভক্তি, অসুর-সংহারি কবচ-অস্ত্র দাও মা, বাঁধি বাহুতে।। অর্থ-বিভব দাও, যশ দাও মাগো, প্রতি ঘরে দাও শান্তি, পরম-অমৃত দাও, দূর কর’ মৃত্যু-সম বাঁচিয়া থাকার এই ক্লান্তি। শ্রান্তিবিহীন উৎসাহ দাও কর্মে নবীন দীক্ষা দাও শক্তির ধর্মে মোদের রক্ষা কর’ বরাভয় বর্মে, চিন্ময় জ্যোতি দাও প্রতি অণুতে।।