বাণী
কথার কুসুমে গাঁথা গানের মালিকা কার। ভেসে এসে হতে চায় গো আমার গলার হার।। আমি তারে নাহি জানি তার সুরের সূত্রখানি, তবু বিজড়িত হয় কেন গো, আমার কঙ্কনে বারবার।। তার সুরের তুলির পরশে, ওঠে আমার ভুবন রাঙ্গি’, কোন বিস্মৃত জনমের যেন কত স্মৃতি ওঠে জাগি’। আমার রাতের নিদে তার সুর এসে প্রাণে বিঁধে, যার সুর এত চেনা, কবে দেখা পাবো সেই অচেনার।।