ও বৌদি তোর কি হয়েছে চোখে কেন জল
বাণী
ও বৌদি তোর কি হয়েছে চোখে কেন জল দাদার তরে মন বুঝি তোর হয়েছে উতল।। তোর দিব্যি দেখেছি স্বপনে যেন দাদা কথা কইতেছে তোর সনে দেখিস তোরা আমার স্বপন হবে না বিফল।। তোর কান্নার সাগরে যখন উঠেছে জোয়ার বৌদি লো তোর চাঁদ উঠিবার নাই রে দেরি আর। ও বৌদি তোর চোখের জলের টানে আমার দাদার সোনার তরী আসতেছে উজানে দেখ বাটনা ফেলে হাসছে দিদি চল ও ঘরে চল।।
মসজিদে ঐ শোন্ রে আজান চল নামাজে চল্
বাণী
মসজিদে ঐ শোন্ রে আজান, চল নামাজে চল্ । দুঃখে পাবি সান্ত্বনা তুই বক্ষে পাবি বল।। ময়লা-মাটি লাগবে যা তোর দেহ-মনের মাঝে — সাফ হবে সব, দাঁড়াবি তুই যেম্নি জায়নামাজে; (চল্) রোজগার তুই করবি যদি আখেরের ফসল।। হাজার কাজের অছিলাতে নামাজ করিস কাজা খাজনা তারি দিলি না, যে দ্বীন-দুনিয়ার রাজা তাঁরে পাঁচ বার তুই করবি মনে, তাতেও এত ছল্।। কার তরে তুই মরিস খেটে; কে হবে তোর সাথী বে-নামাজীর আঁধার গোরে কে জ্বালাবে বাতি (চল্) খোদার নামে শির লুটায়ে জীবন কর্ সফল।।
শ্রীকৃষ্ণ নাম মোর জপ-মলা নিশিদিন
বাণী
শ্রীকৃষ্ণ নাম মোর জপ-মলা নিশিদিন শ্রীকৃষ্ণ নাম মোর ধ্যান। শ্রীকৃষ্ণ বসন শ্রীকৃষ্ণ ভূষণ ধরম করম মোর জ্ঞান।। শয়নে স্বপনে ঘুমে জাগরণে বিজড়িত শ্রীকৃষ্ণ নাম (মোর) কৃষ্ণ আত্মা মম কৃষ্ণ প্রিয়তম ওই নাম দেহ মন প্রাণ।। কৃষ্ণ নয়ন-ধার কৃষ্ণ গলার হার এ হৃদয় তাঁরি ব্রজধাম ঐ নাম-কলঙ্ক ললাটে আঁকিয়া গো ত্যাজিয়াছি লাজ কুল মান।।