শিউলি ফুলের মালা দোলে
বাণী
শিউলি ফুলের মালা দোলে শারদ-রাতের বুকে ঐ এমন রাতে একলা জাগি সাথে জাগার সাথি কই। বকুল বনে এক্লা পাখি, আকুল হ’ল ডাকি’ ডাকি’, আমার প্রাণ থাকি’ থাকি’ তেমনি কেঁদে১ ওঠে সই।। কবরীতে করবী ফুল পরিয়া প্রেমের গরবিনী ঘুমায় বঁধু-বাহু পাশে, ঝিমায় দ্বারে নিশীথিনী। ডাকে আমায় দূরের বাঁশি কেমনে আজ২ ঘরে রই।।
১. ডেকে, ২. আর
আমার নয়নে নয়ন রাখি
বাণী
আমার নয়নে নয়ন রাখি' পান করিতে চাও কোন অমিয়। আছে এ আঁখিতে উষ্ণ আঁখি-জল মধুর সুধা নাই পরান-প্রিয়।। ওগো ও শিল্পী, গলাইয়া মোরে গড়িতে চাহ কোন মানস-প্রতিমারে, ওগো ও পূজারি, কেন এ আরতি জাগাতে পাষাণ- প্রণয়-দেবতারে। এ দেহ-ভৃঙ্গারে থাকে যদি মদ ওগো প্রেমাষ্পদ, পিও গো পিও।। আমারে কর গুণী, তোমার বীণা কাঁদিব সুরে সুরে, কণ্ঠ-লীনা আমার মুখের মুকুরে কবি হেরিতে চাহ মোরে কর গো চন্দন তপ্ত তনু তব শীতল করিও ।। ১
১. এই অনুচ্ছেদটি গ্রামোফোন রেকর্ডে গাওয়া হয়নি।
হে মদিনার বুলবুলি গো
বাণী
হে মদিনার বুলবুলি গো গাইলে তুমি কোন গজল। মরুর বুকে উঠল ফুটে প্রেমের রঙিন গোলাপ দল।। দুনিয়ার দেশ-বিদেশ থেকে, গানের পাখি উঠল ডেকে মুয়াজ্জিনের আজান ধ্বনি উঠল ভেদি গগনতল।। সাহারার দগ্ধ বুকে রচ তুমি গুলিস্তান সেথা আস্হাব সব ভ্রমর হয়ে শাহাদতের গাইল গান। দোয়েল কোকিল দলে দলে আল্লা রসূল উঠল ব'লে আল্ কোরানের পাতার কোলে খোদার নামের বইল ঢল।।