ডাকতে তোমায় পারি যদি আড়াল থাকতে পারবে না
বাণী
ডাকতে তোমায় পারি যদি আড়াল থাকতে পারবে না এখন আমি ডাকি তোমায় তখন তুমি ছাড়বে না।। যদি দেখা না পাই কভু — সে দোষ তোমার নহে প্রভু সে সাধনায় আমারি হার জানি তুমি ছাড়বে না।। বহু লোকের চিন্তাতে মোর বহু দিকে মন যে ধায়, জানি জানি, অভিমানী পাইনে আজ তাই তোমায়। বিশ্ব, ভুবন ভুলে যেদিন তোমার ধ্যানে হব বিলীন, সেদিন আমার বক্ষ হতে চরণ তোমার কাড়বে না।।
রুম্ ঝুম্ ঝুম্ ঝুম্ রুম্ ঝুম্ ঝুম্
বাণী
রুম্ ঝুম্ ঝুম্ ঝুম্ রুম্ ঝুম্ ঝুম্ খেজুর পাতার নূপুর বাজায়ে কে যায়। ওড়না তাহার ঘূর্ণি হাওয়ায় দোলে কুসুম ছড়ায় পথের বালুকায়।। তার ভুরুর ধনুক বেঁকে ওঠে তনুর তলোয়ার, সে যেতে যেতে ছড়ায় পথে পাথর-কুচির হার। তার ডালিম ফুলের ডালি গোলাপ-গালের লালি ঈদের-চাঁদ ও চায়।। আরবি ঘোড়ায় সওয়ার হয়ে, বাদ্শাজাদা বুঝি সাহারাতে ফেরে সেই মরীচিকা খুঁজি কত তরুণ মুসাফির পথ হারালো, হায়! কত বনের হরিণ মরে তারি-রূপ তৃষায়।।
সিনেমাঃ‘চৌরঙ্গী’
আয় মরু পারের হাওয়া নিয়ে যা রে
বাণী
আয় মরু পারের হাওয়া নিয়ে যা রে মদিনায় — জাত-পাক মুস্তাফার রওজা মুবারক যেথায়।। মরিয়া আছি দুখে মাশরেকী এই মুল্লুকে, পড়ব মাগরিবের নামাজ কবে খানা-এ কা'বায়।। হজরতের নাম তসবি করে যাব রে মিসকিন বেশে ইসলামের ঐ দ্বীনী ডঙ্কা বাজল প্রথম যে দেশে। কাঁদব ধরে মাজার শরীফ ধরে শুনব সেথায় কান পাতি, — নবীর মুখে তেমনি কি রে রব ওঠে 'এ্যায় উম্মতি'! পাক কোরানের কালাম হয়ত সেথা শোনা যায়।।
তুমি আমার সকাল বেলার সুর
বাণী
তুমি আমার সকাল বেলার সুর হৃদয় অলস–উদাস–করা অশ্রু ভারাতুর।। ভোরের তারার মত তোমার সজল চাওয়ায়, ভালোবাসার চেয়ে সে যে কান্না পাওয়ায় রাত্রি–শেষের চাঁদ তুমি গো বিদায়–বিধুর।। তুমি আমার ভোরের ঝরা ফুল শিশির–নাওয়া শুভ্র–শুচি পূজারিণীর তুল। অরুণ তুমি, তরুণ তুমি, করুণ তারো চেয়ে হাসির দেশে তুমি যেন বিষাদ–লোকের মেয়ে তুমিইন্দ্র–সভার মৌন–বীণা নীরব নূপুর।।