বাণী
(মা) আমি, মুক্তা নিতে আসিনি মা ও মা তোর মুক্তি-সাগর কূলে। মোর ভিক্ষা-ঝুলি হ’তে মায়ার মুক্তা মানিক নে মা তুলে।। মা তুই, সবই জানিস অন্তর্যামী, সেই চরণ-প্রসাদ ভিক্ষু আমি, শবেরও হয় শিবত্ব লাভ মা তোর যে চরণ ছুঁলে।। তুই অর্থ দিয়ে কেন ভুলাস এই পরমার্থ ভিখারিরে, তোর প্রসাদী ফুল পাই যদি মা গঙ্গা ধারাও চাই না শিরে। তোর শক্তিমন্ত্রে শক্তিময়ী আমি হতে পারি ব্রহ্ম-জয়ী সেই মাতৃনামের মহাভিক্ষু তোর মায়াতেও নাহি ভুলে।।