এলো রমজানেরি চাঁদ এবার দুনিয়াদারি ভোল
বাণী
এলো রমজানেরি চাঁদ এবার দুনিয়াদারি ভোল সারা বরষ ছিলি গাফেল এবার আঁখি খোল।। এই একমাস রোজা রেখে পরহেজ থাক গুনাহ থেকে কিয়ামতের নিয়ামত তোর ঝুলি ভরে তোল।। বন্দী রহে এই মাসে শয়তান মালাউন (তার) এই মাসে যা করবি সওয়াব দর্জা হাজার গুণ। ভোগ বিলাসে মাখলি যে পাঁক রমজানে তা হবে রে সাফ এফতারে তোর কর রে সামান আল্লা রসুল বোল।।
একি সুরে (কোন্ সুরে) তুমি গান শুনালে
বাণী
একি সুরে (কোন্ সুরে) তুমি গান শুনালে ভিনদেশি পাখি এ যে সুর নহে, মদির সুরা, রে সুরের সাকি।। বসি’ মোর জানালা পাশে কেন বুক-ভাঙা নিরাশে যাও ঘুম ভাঙায়ে নিতি সকরুণ সুরে ডাকি।। তোর ও সুরে কাঁদছে ঊষা অস্ত চাঁদের গলা ধ’রে ভোর-গগনের কপোল বেয়ে শিশির-অশ্রু গড়িয়ে পড়ে। আমি রইতে নারি ঘরে কেন প্রাণ কেমন করে আমার মন লাগে না কাজে, আর জলে ভরে আঁখি।।
এসো হৃদি-রাস-মন্দিরে এসো
বাণী
এসো হৃদি-রাস-মন্দিরে এসো হে রাসবিহারী কালা। মম নয়নের পাতে রাখিয়াছি গেঁথে অশ্রু-যূথীর মালা।। আমি ত্যাজিয়াছি কবে লাজ-মান-কুল বহি’ কলঙ্ক এসেছি গোকুল, আমি ভুলিয়াছি ঘর শ্যাম নটবর কর মোরে গোপবালা।। আমার কাঁদন-যমুনার নদী শ্যাম হে ভাঁটি টানে শুধু বহে নিরবধি, তারে বাঁশরির তানে বহাও উজানে ভোলাও বিরহ-জ্বালা।।