বাণী
বুনো ফুলের করুণ সুবাস ঝুরে। নাম-না-জানা গানের পাখি, তোমার গানের সুরে।। জানাতে হায় এলে কোথা বনের ছায়ার মনের ব্যথা, তরুর ছায়া ফেলে এলে মরুর বুকে উড়ে।। এলে চাঁদের তৃষ্ণা নিয়ে কৃষ্ণা তিথির রাতে, পাতার বাসা ফেলে এলে সজল নয়ন-পাতে। ওরে পাখি, তোর সাথে হায় উড়তে নারি দূর অলকায়, বন্ধনে যে বাঁধা আমি মলিন মাটির পুরে।।