আড়ানা

  • এস হে সজল শ্যাম ঘন দেয়া

    বাণী

    এসো হে সজল শ্যাম-ঘন দেয়া 
    বেণু-কুঞ্জ-ছায়ায় এসো তাল-তমাল বনে 
    এসো শ্যামল ফুটাইয়া যূথী কুন্দ নীপ কেয়া।। 
    বারিধারে এসো চারিধার ভাসায়ে 
    বিদ্যুৎ ইঙ্গিতে দশদিক হাসায়ে 
    বিরহী মনে জ্বালায়ে আশার আলেয়া 
    ঘন দেয়া, মোহনীয়া, শ্যাম-পিয়া।। 
    শ্রাবণ বরিষণ হরষণ ঘনায়ে 
    এসো নব ঘন শ্যাম নূপুর শুনায়ে। 
    হিজল তমাল ডালে ঝুলন ঝুলায়ে 
    তাপিতা ধরার চোখে অঞ্জন বুলায়ে 
    যমুনা স্রোতে ভাসায়ে প্রেমের খেয়া 
    ঘন দেয়া, মোহনীয়া, শ্যাম-পিয়া।। 
    
  • খোল খোল খোল গো দুয়ার

    বাণী

    খোল খোল খোল গো দুয়ার।
    নীল ছাপিয়া এল চাঁদের জোয়ার।।
    সঙ্কেত-বাঁশরি বনে বনে বাজে
    	মনে মনে বাজে।
    সজিয়াছে ধরণী অভিসার-সাজে।
    নাগর-দোলায় দুলে সাগর পাথার।।
    জেগে ওঠে কাননে ডেকে ওঠে পাখি
    	চোখ গেল, চোখ গেল, চোখ গেল!
    অসহ রূপের দাহে ঝলসি’ গেল আঁখি,
    	চোখ গেল, চোখ গেল, চোখ গেল!
    ঘুমন্ত যৌবন, তনু মন, জাগো!
    সুন্দরী, সুন্দর-পরশন মাগো।
    চল বিরহিণী অভিসারে বঁধুয়ার।।
    
  • যোগী শিব শঙ্কর ভোলা দিগম্বর

    বাণী

    যোগী শিব শঙ্কর ভোলা দিগম্বর
    ত্রিলোচন দেবাদিদেব ধ্যানে সদা মগন॥
    চির শ্মশানচারী অনাদি সমাধিধারী
    স্তব্ধ ভয়ে চরণে তাঁরি প্রণতি করে গগন॥
    ত্রিশূল-বিষাণ রহে পড়িয়া পাশে
    ললাটে শশী নাহি হাসে
    গঙ্গা তরঙ্গ-হারা ভীত ভুবন।
    ত্রাহি হে শম্ভু শিব, ত্রাসে কাঁপে জড় ও জীব
    ভোলো এ ভীষণ তপ গাহিতেছে সঘন॥