আড়খেম্‌টা

  • চরণ ফেলি গো মরণ-ছন্দে

    বাণী

    চরণ ফেলি গো মরণ-ছন্দে মথিয়া চলি গো প্রাণ।
    মর্তের মাটি মহিমান করি স্বর্গেরে করি ম্লান।।
    	চিতার বিভূতি মাখিয়া গায়
    	লজ্জা হানি গো অন্নদায়,
    বাঁধিয়াছি বিদ্যুল্লাতায় — দেবরাজ হতমান।
    পাতাল ফুঁড়িয়া করি গো মাতাল রসাতল-অভিযান।।
    

    নাটিকা : ‘সেতু-বন্ধ’

  • জাগো কৃষ্ণকলি জাগো কৃষ্ণকলি

    বাণী

    	জাগো কৃষ্ণকলি, জাগো কৃষ্ণকলি।
    	মধুকরের মিনতি মানো, ডাকে জাগো বলি’,
    					বিহগ-কাকলি।।
    	তব দ্বারে বারে বারে মন-উদাসী
    	ভোরের হাওয়া এসে বাজায় বাঁশি,
    	ফিরে গেল ভ্রমরা মউ-পিয়াসি — 
    	অযথা বিতানে কানে কথা বলি।।
    হের	হাতের তার ফুলঝুরি ফেলে’ ধূলায়
    	উদাসী বসন্ত মাগে বিদায়,
    	দীরঘ-শ্বাস ফেলি’ ঝরা পাতায়।
    চাহে	রঙিন ঊষা তব রঙের আভাস
    তব	লাল আভায় লজ্জা পায় হিঙুল পলাশ।
    এলো	কোকিল তোমার রঙে খেল্‌তে হোলি।।