দেশ মিশ্র

  • আমার মানস-বনে ফুটেছে রে

    বাণী

    আমার	মানস-বনে ফুটেছে রে শ্যামা-লতার মঞ্জরি।
    সেই	মঞ্জু-বনে ফির্‌ছে রে তাই ভক্তি-ভ্রমর গুঞ্জরি।।
    	সেথা	আনন্দে দেয় করতালি
    		প্রেমের কিশোর বনমালী,
    সেই	লতামূলে শিবের জটার গঙ্গা ঝরে ঝর্ঝরি।।
    	কোটি তরু শাখা মেলি’ এই সে-লতার স্পর্শ চায়,
    	শিরে ধ’রে ধন্য হ’তে এই শ্যামারই শ্যাম শোভায়।
    		এই লতারই ফুল-সুবাসে
    		কোটি চন্দ্র সূর্য আসে১ নীল আকাশে,
    এই	লতার ছায়ায় প্রাণ জুড়াতে ত্রিলোক আছে প্রাণ ধরি’।।
    

    ১. হাসে

  • দুলিবি কে আয় মেঘের দোলায়

    বাণী

    দুলিবি কে আয় মেঘের দোলায়।
    কুসুম দোলে পাতার কোলে পুবালি হাওয়ায়।।
    অলকা-পরী অলক খু’লে
    কাজরি নাচে গগন-কূলে,
    বলাকা-মালার ঝুলন ঝুলায়।।
    দাদুরি বোলে, ডাহুকী ডাকে
    ময়ূরী নাচে তমাল শাখে,
    ময়ূর দোলে কদম-তলায়।।
    তটিনী দুলে ঢেউয়ের তালে,
    নিবিড় আঁধার ঝাউয়ের ডালে,
    বেণুর ছায়া ঘনায় মায়া পরান ভোলায়।।
    
  • পিয়া পিয়া পিয়া পাপিয়া পুকারে

    বাণী

    পিয়া পিয়া পিয়া পাপিয়া পুকারে।
    চোখ গেল বিরহিণীর বধূর মনের কথা —
    	কাঁদিয়া বেড়ায় বাদল-আঁধারে॥
    প্রথম বিরহ অল্প-বয়সী
    ভুলি’ গৃহকাজ রহে বাতায়নে বসি’,
    পাখির পিয়া-স্বর বুকে তার তোলে ঝড় —  
    	অঞ্চলে আঁখি-জল মোছে বারে বারে ॥
    পরেনি বেশ, বাঁধেনি কেশ ম্লান-মুখী দীপালিকা,
    নীরব দেহে যেন শুকায়ে যায় ওগো মালতীর মালিকা।
    বনের বিহঙ্গ ছাড়ি’ বিহগীরে
    যায় না বিদেশে, রহে সুখ-নীড়ে,
    বলো কেমনে, ওগো প্রেমের বিধাতা —
    	বিরহ-দাহ সহি’ হিয়ার মাঝারে ॥
    
  • বিশ্ব ব্যাপিয়া আছ তুমি জেনে

    বাণী

    বিশ্ব ব্যাপিয়া আছ তুমি জেনে শান্তি ত’ নাহি পাই।
    রূপ ধরে এসো, দাঁড়াও সুমুখে, দেখিয়া আঁখি জুড়াই॥
    	আমার মাঝারে যদি তুমি রহ
    	কেন তবে এই অসীম বিরহ
    কেন বুকে বাজে নিবিড় বেদনা মনে হয় তুমি নাই॥
    চাঁদের আলোকে ভরে না গো মন, দেখিতে চাই যে চাঁদ,
    ফুলর গন্ধ পাইলে, জাগে যে ফুল দেখিবার সাধ।
    	(ওগো) সুন্দর, যদি নাহি দেবে ধরা
    	কেন প্রেম দিলে বেদনায় ভরা
    রূপের লাগিয়া কেন প্রাণ কাঁদে রূপ যদি তব নাই॥
    
  • বুনো ফুলের করুণ সুবাস

    বাণী

    বুনো ফুলের করুণ সুবাস ঝুরে।
    নাম-না-জানা গানের পাখি, তোমার গানের সুরে।।
    	জানাতে হায় এলে কোথা
    	বনের ছায়ার মনের ব্যথা,
    তরুর ছায়া ফেলে এলে মরুর বুকে উড়ে।।
    এলে চাঁদের তৃষ্ণা নিয়ে কৃষ্ণা তিথির রাতে,
    পাতার বাসা ফেলে এলে সজল নয়ন-পাতে।
    	ওরে পাখি, তোর সাথে হায়
    	উড়তে নারি দূর অলকায়,
    বন্ধনে যে বাঁধা আমি মলিন মাটির পুরে।।
    
  • মাতৃ নামের হোমের শিখা

    বাণী

    মাতৃ নামের হোমের শিখা আমার বুকে কে জ্বালালো
    সেই শিখা আজ হরবে যেন মা ত্রিজগতের আঁধার কালো।।
    	আজ মনে হয় দিবস যামী
    	অমৃতেরই পুত্র আমি মা
    আনন্দময় হল ত্রিলোক যেদিকে চাই কেবল আলো।।
    সূর্য যেমন জানে না, তার আলোয় কত জগৎ জাগে,
    বিকার-বিহীন তেমনি আমি, জ্বলি নামের অনুরাগে।
    	হয়তো আমার আলো লেগে
    	নতুন সৃষ্টি উঠবে জেগে,
    তাই কি বিপুল আকর্ষণে সবারে চাই বাস্‌তে ভালো।।