ঝুলন-গীতি

  • আজি পিয়াল ডালে বাঁধো বাঁধো ঝুলনা

    বাণী

    আজি পিয়াল ডালে বাঁধো বাঁধো ঝুলনা।
    পড় ধানী শাড়ি, মেঘ-রঙ ওড়না।।
    জলদ-তাল বাজে শ্রাবণ-মেঘে
    তরুরে জড়ায়ে দোলে বন-লতা পবন বেগে
    মনের মাঝে দোলে মিলন-বিরহ-দোলনা।।
    শান্ত আকাশে আজি বেদনা ঘনায়
    কত কি বলিতে চায় শ্রাবণ-ধারায়,
    (তার) তবু মনের কথা বলা হ'ল না।।
    তমাল-কুঞ্জে চল চল দুলিতে,
    গাহ ঝুলনের গান ব্রজ-বুলিতে,
    আজি আসে মনে বৃন্দাবনের তুলনা।।
    
  • এলো কৃষ্ণ কানাইয়া তমাল বনে সাজো

    বাণী

    এলো কৃষ্ণ কানাইয়া তমাল বনে সাজো ঝুলনের সাজে
    তারে গোপবালিকার মালা পরাব আজি এ রাখাল বাজে।।
    নব নীপমালাপরি আসিল কিশোর হরি
    বাজিল ঘন মেঘে বাঁশরি বৃষ্টিতে নূপুর বাজে।।
    সে এসেছে ঐ মেঘ চন্দন মন্থন তনু গোপী বরণ এসেছে
    নীল লাবনিতে ছাইয়া অবনি বিদ্যুত হাসি হেসেছে।
    ঘনঘটা গগনে দোলা লাগায় মনে মনে।
    দোলা লেগেছে, নয়নে মনে দোলা লেগেছে
    শয়নে স্বপনে দোলা লেগেছে-বাঁধো বাঁধো ঝুলনা
    খোঁপায় পরিয়া দোপাটি মালিকা সাজো সাজো অতুলনা
    নির্দয় হৃদয়হীনে বাঁধিব হৃদয় মাঝে।।
    
  • বাদলা রাতে চাঁদ উঠেছে

    বাণী

    বাদলা রাতে চাঁদ উঠেছে কৃষ্ণ মেঘের কোলে রে।
    ব্রজ পুরে তমাল-ডালের ঝুলনাতে দোলে রে।।
    	নীল চাঁদ আর সোনার চাঁদে
    	বাঁধা বন-মালার ফাঁদে রে
    এই চাঁদ হেসে আরেক চাঁদের অঙ্গে পড়ে ঢ’লে রে।।
    যুগল শশী হেরি গোপী কহে, বাদলা রাতই ভালো রে,
    গোকুল এলো ব্রজে নেমে ধরা হল আলো রে।
    	দেব-দেবীরা চরণ-তলে
    	বৃষ্টি হয়ে পড়ে গ’লে রে,
    বেদ-গাথা সব নূপুর হয়ে রুনুঝুনু বোলে রে।।