কাফি মিশ্র

  • এ কোথায় আসিলে হায়

    বাণী

    এ কোথায় আসিলে হায়, তৃষিত ভিখারি।
    হায়, পথ-ভোলা পথিক, হায়, মৃগ মরুচারী।।
    	মোর ব্যথায় চরণ ফেলে
    	চির-দেবতা কি এলে,
    হায়, শুকায়েছে যবে মোর নয়নে নয়ন-বারি।।
    তোমার আসার পথে প্রিয় ছিলাম যবে পরান পাতি’,
    সেদিন যদি আসিতে নাথ হইতে ব্যথার ব্যথী।
    ধোওয়ায়ে নয়ন-জলে পা মুছাতাম আকুল কেশে
    আজ কেন দিন-শেষে এলে নাথ মলিন বেশে!
    হায়, বুকে ল’য়ে ব্যথা আসিলে ব্যথা-হারী।।
    স্মৃতির যে শুকানো মালা যতনে রেখেছি তুলি’
    ছুঁয়ে সে হার ঝরায়ো না ম্লান তার কুসুমগুলি,
    হায়, জ্বলুক বুকে চিতা, তা’য় ঢেলো না আর বারি।।
    
  • ঝরা ফুল দ’লে কে অতিথি

    বাণী

    ঝরা ফুল দ’লে কে অতিথি
    সাঝেঁর বেলা এলে কানন-বীথি।।
    চোখে কি মায়া ফেলেছে ছায়া
    যৌবন মদির দোদুল কায়া
    তোমার ছোঁয়ায় নাচন লাগে দখিন হাওয়ায়
    লাগে চাদেঁর স্বপন বকুল চাঁপায়,
    কোয়েলিয়া কুহরে কু কু গীতি।।
    
  • নয়ন যে মোর বারণ মানে না

    বাণী

    নয়ন যে মোর বারণ মানে না।
    বারণ মানে না মন কাঁদন মানে না।।
    	নিশিদিন তব আশে
    	আছি চেয়ে পথ পাশে
    দুকূল বেয়ে সলিল আসে কাজল মানে না।।
    	সবার মাঝে থেকেও একা
    আমি	তাই তো তোমার চাই গো দেখা,
    মরম যে গো, তোমায় ছাড়া কারেও জানে না।।
    
  • শূন্য আজি গুল-বাগিচা যায় কেঁদে দখিন হাওয়া

    বাণী

    শূন্য আজি গুল-বাগিচা যায় কেঁদে দখিন হাওয়া।
    রাঙা গুলের বাজার আজি স্মৃতির কাটায় ছাওয়া।।
    ধূলি ঢাকা ফুল সমাধি আজি সে গুলিস্তানে
    ছিল যথায় খুশির জলসা বুলবুলির গজল গাওয়া।।
    শুকনো পাতায় ছেয়েছে আজ সাকির চরণ রেখা
    নাহি সেথায় বঁধুর লাগি বঁধূর আসা-যাওয়া।।
    নাহি মিঠা পানির নহর আছে প'ড়ে বালুচর
    এ যেন গো হৃদয়ের ভরা-ডুবির পথ বাওয়া।।