বাণী
কবে সে মদিনার পথে, গিয়াছে সুজন।
বহায়ে নয়ন বারি, ভিজিল বসন।।
রমজানের ঐ চাঁদ নবী,
পাঠাইলেন নূরের খুবী,
পাগল করে আমার হিয়া করেছে হরণ।।
পশুপাখি তরুলতা,
তারা শুধায় পারের কথা,
আমি একলা বসে ভাবছি হেথা নবীজীর কারণ।।
বেড়াই আমি পথে পথে,
খুঁজে না পাই মদিনাতে,
কোথায় গেলেন পাক মোস্তফা অমূল্য রতন।।
[দুখুমিয়ার লেটোগান, সংগ্রহ ও সম্পাদনা : মুহম্মদ আয়ুব হোসেন, বিশ্বকোষ পরিষদ, কলকাতা, ২০০৩]
রেকর্ড
কবে সে মদিনা পথে গিয়াছে সুজন।
বহায়ে নয়ন-বারি (আমার) ভিজায়ে বদন।।
রমজানের চাঁদে নবী,
পাঠায় সদা নূরের ছবি,
পাগল করে আমার মন করেছে হরণ।।
পশুপাখি তরুলতা,
তাদের শুধাই পথের কথা,
কেমনে পাবো সে চাঁদে জীবন-শরণ।।
খুঁজে সে মদিনা-নাথে,
কেঁদে ফিরি পথে পথে,
কোথা গেলে পাবো আমি ও রাঙা চরণ।।
রাগ ও তাল
রাগঃ
তালঃ কাহার্বা
স্বরলিপি