কাহার্‌বা

  • নাচে ঐ আনন্দে নন্দ-দুলাল

    বাণী

    নাচে ঐ আনন্দে নন্দ-দুলাল
    তাতা থৈ তাতা থৈ — নাচে বৃন্দাবনে হরি ব্রজ-গোপাল।।
    ছন্দ নামে, দক্ষিণে বামে,
    টলে বাঁকা শিখী-পাখা।
    উছল যমুনা-জলে বাজিছে তাল।
    		নাচে নন্দ-দুলাল।।
    বিরাট খেলে হের আজ শিশুর রূপে,
    স্বর্গে কাঙাল করি’ ধরায় এলো চুপে চুপে।
    এত রূপ কেমনে দেখি,
    দিলে কেন দুটি আঁখি
    তাহে আবার পলক পড়ে;
    আজি বিশ্ব-পালক হ’ল বালক রাখাল।।
    
  • নাচে গৌরীদিবা হিম-গিরি-দুহিতা

    বাণী

    নাচে গৌরীদিবা হিম-গিরি-দুহিতা।
    নাচে দীপ্তিমতী নাচে উমা তপতী নাচে রে চির-আনন্দিতা।।
    তার কিরণ-আচল দোলে ঝলমল
    গিরি-পাষাণ অটল করে টলমল
    গলিয়া তুষার ঝরে নির্ঝর জল
    তার চরণ-ছন্দ-চকিতা।।
    তার নাচের মায়ায় প্রাণ পায় জড় জীব
    ভুলি’ বিরহ সতীর জাগে যোগীন্দ্র শিব,
    জাগে কুসুম-কলি গাহে বিহগ-অলি,
    তার রূপে ত্রিদিব হ’ল দীপন্বিতা।।
    
  • নাচে শ্যাম সুন্দর গোপাল নটবর

    বাণী

    নাচে শ্যাম সুন্দর গোপাল নটবর
    সুঠাম মনোহর মধুর ভঙ্গে
    ঘিরি' সে চরণ ঘুরিছে অগণন
    গ্রহ-তারা গোপী সম রঙ্গে।।
    হেরিয়া তাহারি নৃত্যের হিল্লোল
    পবন উন্মন সাগরে জাগে দোল
    সে নাচে বিবশ নিশীথ দিবস
    জাগে হিন্দোল আলো-আঁধার তরঙ্গে।।
    সে নাচে বৃষ্টি হয় কোটি সৃষ্টি নির্ঝর সম ঝরে ছন্দ
    সে নাচ হেরিয়া বন্ধন টুটে গো জাগে অনন্ত আনন্দ।
    ষড় ঋতু ঘুরে' ঘুরে' হেরে সেই নৃত্য
    প্রেমাবেশে মাতোয়ারা নিখিলের চিত্ত
    তাই এ ত্রিভুবন হলো না রে পুরাতন
    পেল চির-যৌবন নাচি' তারি' সঙ্গে।।
    

  • নাচো শ্যাম-নটবর কিশোর-মুরলীধর

    বাণী

    নাচো শ্যাম-নটবর কিশোর-মুরলীধর অঙ্গ মিশায়ে মম অঙ্গে।
    তোমার নাচের শ্রী ফুটুক আমার এই নৃত্য-বিভঙ্গে।।
    মম রক্তে বাজুক তব পায়ের নূপুর
    আমার কণ্ঠে দাও বাঁশরির সুর,
    	তব বাঁশরির সুর।
    লীলায়িত হয়ে উঠুক এ তনু তোমার প্রেম-আনন্দ-তরঙ্গে।।
    আমার মাঝে হরি, নাচো যবে তুমি আমি নাচি আপনা ভুলি’
    			হরি আমি নাচি আপনা ভুলি’
    শরম ভরম যায় এই দেহ যমুনায় ছন্দের হিল্লোল তুলি’।
    মনে হয় আমি যেন রাসের রাধা জনম জনম আমি নাচি তব সঙ্গে।।
    
  • নাম মোহাম্মদ বোল রে মন

    বাণী

    নাম মোহাম্মদ বোল রে মন নাম আহমদ বোল।
    যে নাম নিয়ে চাঁদ-সেতারা আস্‌মানে খায় দোল।।
    	পাতায় ফুলে যে নাম আঁকা
    	ত্রিভুবনে যে নাম মাখা,
    যে নাম নিতে হাসিন ঊষার রাঙে রে কপোল।।
    	যে নাম গেয়ে ধায় রে নদী,
    	যে নাম সদা গায় জলধি,
    যে নাম বহে নিরবধি পবন হিল্লোল।।
    	যে নাম রাজে মরু-সাহারায়,
    	যে নাম বাজে শ্রাবণ-ধারায়,
    যে নাম চাহে কাবার মসজিদ — মা আমিনার কোল।।
    
  • নামাজ পড় রোজা রাখ কল্‌মা পড় ভাই

    বাণী

    নামাজ পড়, রোজা রাখ, কল্‌মা পড় ভাই।
    তোর আখেরের কাজ করে নে, সময় যে আর নাই।।
    	সম্বল যার আছে হাতে
    	হজ্বের তরে যা কা'বাতে,
    জাকাত দিয়ে বিনিময়ে শাফায়াত যে পাই।।
    ফরজ তরক্ ক'রে কর্‌লি করজ ভবের দেনা,
    আল্লাহ ও রসুলের সাথে হ'ল না তোর চেনা। 
    	পরানে রাখ কোরআন বেঁধে,
    	নবীরে ডাক কেঁদে কেঁদে্‌
    রাত্রি দিন তুই কর মোনাজাত — আল্লাহ্ তোমায় চাই।।
    
  • নামাজ রোজা হজ্জ-যাকাতের পসারিণী আমি

    বাণী

    নামাজ রোজা হজ্জ-যাকাতের পসারিণী আমি
    নবীর কল্‌মা হেঁকে ফিরি পথে দিবস-যামী।।
    আমার নবীজির পিয়ারি আয়রে ছুটে মুসলিম নারী,
    দ্বীনের সওদা করবি কে আয় আয় রে মুক্তিকামী।।
    জন্ম আমার হাজার বছর আগে আরব দেশে
    সারা ভুবন ঠাঁই দিয়েছে আমায় ভালোবেসে।
    আমার আজান ধ্বনি বাজে — কুল মোমিনের বুকের মাঝে
    আমি নবীর মানস কন্যা আল্লাহ্‌ মোর স্বামী।।
    
  • নাহি কেহ আমার ব্যথার সাথী

    বাণী

    নাহি কেহ আমার ব্যথার সাথী,
    জ্বলি পিল্‌সুজে একা মোমের বাতি।
    পতঙ্গ সুখি, পুড়ে এক নিমেষে –
    পুড়িয়া মরি আমি সারা রাতি।।
    আসে যে সুখের দিনে বন্ধু রূপে,
    অসময়ে যায় স’রে চুপে চুপে।
    	উড়ে গেছে অলি
    	ফুল ঝরেছে বলি’ – 
    কাঁদি একাকী কণ্টক-শয্যা পাতি’।।
    কেহ কারো নয় তবু প্রাণ কাঁদে
    চকোর চাহে যেন সুদূর চাঁদে,
    শুধু বেদনা পাই প্রেম-মোহে মাতি’।।
    
  • নিখিল ঘুমে অচেতন সহসা শুনিনু আজান

    বাণী

    নিখিল ঘুমে অচেতন সহসা শুনিনু আজান
    শুনি’ সে তকবিরের ধ্বনি আকুল হল মন-প্রাণ
    বাহিরে হেরিনু আসি বেহেশতী রৌশনীতে রে
    ছেয়েছে জমিন ও আসমান
    আনন্দে গাহিয়া ফেরে ফেরেশ্‌তা হুর গেলেমান —
    এলো কে, কে এলো ভুলোকে! দুনিয়া দুলিয়া উঠিল পুলকে।।
    তাপীর বন্ধু, পাপীর ত্রাতা, ভয়-ভীত পীড়িতের শরণ-দাতা
    মুকের ভাষা নিরাশার আশা, ব্যথার শান্তি, সান্ত্বনা শোকে
    এলো কে ভোরের আলোকে।।
    দরুদ পড় সবে : সাল্লে আলা, মোহাম্মদ মোস্তফা সাল্লে আলা।
    কেহ বলে, এলো মোর কম্‌লিওয়ালা — খোদার হাবীব কেহ কয় নিরালা
    মোহাম্মদ মোস্তফা সাল্লে আলা।
    কেহ বলে, আহমদ নাম মধু ঢালা — মোহাম্মদ মোস্তফা সাল্লে আলা।
    মজনুঁরও চেয়ে হল দীওয়ানা সবে, নাচে গায় নামের নেশায় ঝোঁকে।।
    
  • নিদাঘের খর তাপে ক্লান্ত এ ধরণী

    বাণী

    নিদাঘের খর তাপে ক্লান্ত এ ধরণী।
    মাধুরী হারায়ে হল পাণ্ডুর বরণী।।
    পিঙ্গল জটাজাল, তেজ তার অশনি।
    বৈশাখী ভোরে স্মরি’ রুদ্রাণী জননী।।
    ধূলি-ধূসরিত প্রসারিত অম্বর
    বুক-ভরা তৃষা তার, চাহে সে নটবর,
    শ্যামলী মেঘ-মালা, সেই তার জলধর —
    দাহনের অবসানে জুড়াইবে আপনি।।
    
  • নিরালা কানন-পথে কে তুমি চল একেলা

    বাণী

    নিরালা কানন-পথে কে তুমি চল একেলা।
    দু'ধারে চরণ-পাতে ফুটায়ে ফুলের মেলা।।
    তোমার ওই কেশের সুবাস ফুলবন করিছে উদাস
    কুসুম ভুলিয়া মলয় ও কেশে করিছে খেলা।।
    লুটায়ে পড়ে ফুল-দল পরিবে বলিয়া খোঁপায়
    ওগো চলিবে বলি' বনতল ফুলেরা পরাগে রাঙায়,
    ও-পায়ে আলতা হ'তে চায় রঙিন গোধূলি-বেলা।।
    'চলিয়া যেয়ো না, যেয়ো না' বলি' লতারা চরণে জড়ায়,
    রোধিতে কন্টক-তরু, আঁচল ছাড়িতে না চায়;
    আকাশে ইশারায় ডাকে দ্বিতীয়া চাঁদের ভেলা।।
    
  • নিশি জেগে আমি গান শোনাবো

    বাণী

    নিশি জেগে আমি গান শোনাবো
    বন বিহগ যদি মাগে বিদায়
    আমার অন্তর মধু পিয়াবো
    পিয়াল ফুলের পিয়ালায়।।
    বেল ফুল যদি যায় ঝরে
    প্রেম ফুল দেব ডালি ভ’রে
    মাধবী কুঞ্জ রচিব হিয়ায়
    ফাল্গুন যদি ফিরে যায়।।
    যদি নাহি বয় দখিনা বাতাস
    আমার আছে অঞ্চল আছে কেশ পাশ।
    যায় ডুবে যাক আকাশে চাঁদ
    মোর চাঁদ যেন নাহি ডুবে যায়।।
    
  • নিশি ভোর হলো জাগিয়া পরান-পিয়া

    বাণী

    নিশি ভোর হলো জাগিয়া, পরান-পিয়া
    কাঁদে ‘পিউ কাহাঁ’ পাপিয়া, পরান-পিয়া।।
    	ভুলি’ বুলবুলি-সোহাগে
    	কত গুল্‌বদনী জাগে
    রাতি গুল্‌সনে যাপিয়া, পরান-পিয়া।।
    	জেগে রয়, জাগার সাথী
    	দূরে চাঁদ, শিয়রে বাতি
    কাঁদি ফুল-শয়ন পাতিয়া, পরান-পিয়া।।
    	গেয়ে গান চেয়ে কাহারে
    	জেগে র’স কবি এপারে
    দিলি দান কারে এ হিয়া, পরান-পিয়া।।
    
  • নিশি-ভোরে অশান্ত ধারায় ঝরঝর বারি ঝরে

    বাণী

    নিশি-ভোরে অশান্ত ধারায় ঝরঝর বারি ঝরে।
    আকাশ-পারের বিরহীর বীণা যেন সুর ঝুরে আকুল স্বরে।।
    কাহার মদির নিঃশ্বাস আসে
    বকুলের বনে ঝরা ফুল বাসে
    কর হানি দ্বারে যেন বারে বারে
    খোল দুয়ার বলি ডাকে ঘুমঘোরে।।
    ডাকে কেয়া বনে ডাহুক কেকা
    বিরহের ভার বহি কত আর একা
    ম্লান হয়ে এলো চোখে কাজলের লেখা অশ্রু-লোরে।।
    

  • নিশুতি রাতের শশী গো

    বাণী

    নিশুতি রাতের শশী গো।
    ঘুমায় সকলে নিশীথ নিঝুম
    হরিল কে নয়নেরই ঘুম,
    কার অভিসারে জাগো গগন-পারে —
    চাঁদ ভুলানো সে-কোন্ রূপসী।।
    লুকায়ে হেরি আমি অভিসার তব
    তারকারা হেরে লুকায়ে নীরব,
    কপট ঘুম ভেঙে হের হাসিছে সব —
    দূর অলকার বাতায়নে বসি’।।
    

    নাটকঃ ‘সাবিত্রী’

  • নীল কবুতর লয়ে নবীর দুলালী

    বাণী

    নীল কবুতর লয়ে নবীর দুলালী মেয়ে খেলে মদিনায়
    দেহের জ্যোতিতে তার জাফরানি পিরহান ম্লান হয়ে যায়॥
    	মুখে তার নবীজীর মুখেরি আদল
    	আঁখি দুটি করুণায় সদা ঢল ঢল,
    মেষ শাবকেরে ধরি মধুর মিনতি করি কলেমা শোনায়॥
    জুম্মার মস্‌জিদে কোন্ সে ভক্ত পড়ে কোরান আয়াত,
    অমনি সে খেলা ভুলি কচি দুটি হাত তুলে করে মোনাজাত।
    	নীল দরিয়ার পানি নয়নে বহে
    	‘উম্মতে কর ত্রাণ’ কাঁদিয়া কহে
    হজরত কোলে তুলে ‘বেহেশ্‌ত্‌ রানী তুমি’ বলে ফাতেমায়॥
    
  • নূরজাহান! নূরজাহান!

    বাণী

    নূরজাহান, নূরজাহান!
    সিন্ধু নদীতে ভেসে,
    এলে মেঘলামতীর দেশে, ইরানি গুলিস্তান।।
    নার্গিস লালা গোলাপ আঙ্গুর–লতা
    শিঁরি ফরহাদ সিরাজের উপকথা
    এনেছিলে তুমি তনুর পেয়ালা ভরি’
    বুলবুলি দিলরুবা রবাবের গান।।
    তব প্রেমে উন্মাদ ভুলিল সেলিম, সে যে রাজাধিরাজ –
    চন্দন সম মাখিল অঙ্গে কলঙ্ক লোক–লাজ।
    যে কলঙ্ক লয়ে হাসে চাঁদ নীল আকাশে,
    যাহা লেখা থাকে শুধু প্রেমিকের ইতিহাসে,
    দেবে চিরদিন নন্দন–লোক–চারী
    তব সেই কলঙ্ক সে প্রেমের সম্মান।।
    

    সঙ্গীতালেখ্য : ‌‘পঞ্চাঙ্গনা’

  • নূরের দরিয়ায় সিনান করিয়া

    বাণী

    নূরের দরিয়ায় সিনান করিয়া কে এলো মক্কায় আমিনার কোলে
    ফাগুন-পূর্ণিমা-নিশীথে যেমন আস্‌মানের কোলে রাঙা চাঁদ দোলে।।
    	কে এলো কে এলো গাহে কোয়েলিয়া,
    	পাপিয়া বুল্‌বুল্‌ উঠিল মাতিয়া,
    গ্রহতারা ঝুঁকে করিছে কুর্নিশ হুরপরী হেসে পড়িছে ঢ’লে।।
    	জিন্নাতের আজ খোলা দরওয়াজা পেয়ে
    	ফেরেশ্‌তা আম্বিয়া এসেছে ধেঁয়ে
    	তাহ্‌রীমা বেঁধে ঘোরে দরুদ গেয়ে
    	দুনিয়া টলমল্‌, খোদার আরশ টলে।।
    	এলো রে চির-চাওয়া এলো আখেরি নবী
    	সৈয়দে মক্কী মদনী আল্‌-আরবি,
    	নাজেল হয়ে সে যে ইয়াকুত-রাঙা ঠোঁটে
    	শাহ্‌দতের বাণী আধো আধো বোলে।।
    

  • প’রো প’রো চৈতালি-সাঁজে কুস্‌মি শাড়ি

    বাণী

    প’রো প’রো চৈতালি-সাঁজে কুস্‌মি শাড়ি।
    আজি তোমার রূপের সাথে চাঁদের আড়ি॥
    প’রো ললাটে কাঁচপোকার টিপ,
    তুমি আলতা প’রো পায়ে হৃদি নিঙাড়ি’॥
    প্রজাপতির ডানা-ঝরা সোনার টোপাতে,
    ভাঙা ভুরু জোড়া দিও বাতুল শোভাতে।
    বেল-যূথিকার গ’ড়ে মালা প’রো খোঁপাতে
    দিও উত্তরীয় শিউলি-বোঁটার রঙে ছোপাতে,
    রাঙা সাঁঝের সতিনী তুমি রূপ-কুমারী॥
    
  • পথ চলিতে যদি চকিতে

    বাণী

    পথ চলিতে যদি চকিতে কভু দেখা হয়, পরান-প্রিয়!
    চাহিতে যেমন আগের দিনে তেমনি মদির চোখে চাহিও।।
    		যদি গো সেদিন চোখে আসে জল,
    		লুকাতে সে জল করিও না ছল,
    যে-প্রিয় নামে ডাকিতে মোরে সে-নাম ধরে বারেক ডাকিও।।
    		তোমার বঁধু পাশে (হায়) যদি রয়,
    		মোরও প্রিয় সে, করিও না ভয়,
    কহিব তা’রে, ‘আমার প্রিয়ারে আমারো অধিক ভালোবাসিও’।।‌
    		বিরহ-বিধুর মোরে হেরিয়া,
    		ব্যথা যদি পাও যাব সরিয়া,
    রব না হ’য়ে পথের কাঁটা, মাগিব এ বর মোরে ভুলিও।।