কাহার্‌বা

  • হে মদিনার বুলবুলি গো

    বাণী

    হে মদিনার বুলবুলি গো গাইলে তুমি কোন গজল।
    মরুর বুকে উঠল ফুটে প্রেমের রঙিন গোলাপ দল।।
    দুনিয়ার দেশ-বিদেশ থেকে, গানের পাখি উঠল ডেকে
    মুয়াজ্জিনের আজান ধ্বনি উঠল ভেদি গগনতল।।
    সাহারার দগ্ধ বুকে রচ তুমি গুলিস্তান
    সেথা আস্‌হাব সব ভ্রমর হয়ে শাহাদতের গাইল গান।
    দোয়েল কোকিল দলে দলে আল্লা রসূল উঠল ব'লে
    আল্‌ কোরানের পাতার কোলে খোদার নামের বইল ঢল।।
    
  • হে মোর স্বামী অন্তর্যামী

    বাণী

    হে মোর স্বামী, অন্তর্যামী, লহ সকলি আমার।
    লহ প্রীতি-প্রেম-পূজা লহ পায়ে গলার হার।।
    	হে প্রিয়তম, সকলি লহ;
    	মান-অভিমান ব্যথা-বিরহ।
    দুঃখের দাহ, সুখের মোহ লহ হে অশ্রু-ধার।।
    	যাহা কিছু আপন, দিতে যা বাকি
    	যাহা কিছু গোপন, লুকায়ে রাখি
    যাহা কিছু প্রিয় অঞ্চলে ঢাকি; লহ হে বঁধূ এবার।।
    	তোমায় চাওয়ার পাওয়ার আশা,
    	তোমায় না-পাওয়ার ব্যথা-নিরাশা,
    তোমারে দিলাম মোর ভালোবাসা বিফলতা হাহাকার।।
    
  • হে মোহাম্মদ এসো এসো

    বাণী

    হে মোহাম্মদ এসো এসো আমার প্রাণে আমার মনে।
    এসো সুখে এসো দুখে আমার বুকে মোর নয়নে।।
    আমার দিনের সকল কাজে
    যেন তোমার স্মৃতি বাজে,
    এসো আমার ঘুমের মাঝে —
    	এসো আমার জাগরণে।।
    কোরান দিলে, দিলে ঈমান, বেহেশ্‌তের দিশা দিলে,
    পাপে তাপে মগ্ন আমায় খোদার রাহে ডেকে নিলে।
    	তোমায় আমি ভুলব কিসে
    	আছ আমার রুহে মিশে,
    আমি তোমার প্রেমের পাগল রেখো আমায় ঐ চরণে।।
    
  • হেড মাস্টারের ছড়ি সেকেন্ড মাস্টারের দাড়ি

    বাণী

    হেড মাস্টারের ছড়ি, সেকেন্ড মাস্টারের দাড়ি
    থার্ড মাস্টারের টেড়ি, কারে দেখি কারে ছাড়ি।
    হেড-পণ্ডিতের টিকির সাথে ওদের যেন আড়ি।
    	দাঁড়াইয়া ঐ হাই বেঞ্চে
    	হাসি রে মুখ ভেংচে ভেংচে,
    খোঁড়া সেকেন্ড পণ্ডিত যায় লেংচে হুঁকো হাতে বাড়ি
    তার মুখ নয় তেলো হাড়ি, মোর হেসে ছিড়ে যায় নাড়ি।
    

    নাটিকাঃ ‘পুতুলের বিয়ে’

  • হেমন্তিকা এসো এসো হিমেল শীতল বন-তলে

    বাণী

    হেমন্তিকা এসো এসো হিমেল শীতল বন-তলে
    শুভ্র পূজারিণী বেশে কুন্দ-করবী-মালা গলে।।
    	প্রভাত শিশির নীরে নাহি'
    	এসো বলাকার তরণী বাহি'
    সারস মরাল সাথে গাহি' চরণ রাখি' শতদলে।।
    ভরা নদীর কূলে কূলে চাহিছে সচকিতা চখি —
    মানস-সরোবর হ'তে-অলক -লক্ষ্মী এলো কি?
    	আমন ধানের ক্ষেতে জাগে
    	হিল্লোল তব অনুরাগে,
    তব চরণের রঙ লাগে কুমুদে রাঙা কমলে।।
    
  • হেরেমের বন্দিনী কাঁদিয়া ডাকে

    বাণী

    হেরেমের বন্দিনী কাঁদিয়া ডাকে তুমি শুনিতে কি পাও?
    আখেরি নবী প্রিয় আল-আরবি বারেক ফিরে চাও।।
    পিঁজরার পাখি সম অন্ধকারায়
    বন্ধ থাকি' এ জীবন কেটে' যায়;
    কাঁদে প্রাণ ছুটে যেতে তব মদিনায়
    	চরণের এই জিঞ্জির খুলে' দাও।।
    ফতেমার মেয়েদের হেরি' আঁখি-নীর
    বেহেশতে কেমনে আছ তুমি থির!
    যেতে নারি মসজিদে শুনিয়া আজান,
    বাহিরে ওয়াজ হয়, ঘরে কাঁদে প্রাণ
    ঝুটা এই বোরখার হোক অবসান —
    	আঁধারে হেরেমে আশা-আলোক দেখাও।।
    

  • হেলে দুলে চলে বন-মালা গলে

    বাণী

    হেলে দুলে চলে বন-মালা গলে গোঠ-বিহারী বনে বনমালী সাজে।
    বঙ্কিম শিখী পাখা শোভিত অলক চন্দন তিলক ললাটে রাজে।।
    	পথের ধুলি হরি চরণ পরশে
    	হল সুরভিত হরি-চন্দন হরষে,
    নিখিল-ভক্ত-প্রাণ চরণে নূপুর হয়ে রুমু ঝুমু বাজে।।
    	তৃণ নাহি পরশে উচাটন ধেনু সব
    	বংশী-বট-তলে শোনে শ্যাম বেণুরব,
    অপরূপ অভিনব প্রেম অনুভব, জাগে ব্রজ-গোপীকার প্রাণের মাঝে।।