লেটো গান

  • আই লো আই সতীন-রা

    বাণী

    আই লো, আই সতীন-রা আম খাবি তো আয়।
    এ আম খেলে, হবে ছেলে ঘুচবে সকল দায়।।
    ফকিরের দাওয়ার এ ফল,
    খেলে পেটে আসবে লো ফল,
    জীবন তোদের হবে সফল, আই লো তোরা আয়।।
    

    লেটো গান: ‘বানর রাজকুমার’

  • ঐ ঐ ঐ আসে কর্ণ কৌরব সেনানী

    বাণী

    ঐ, ঐ, ঐ আসে কর্ণ কৌরব সেনানী।
    মহাবীর ভীষ্ম গেছে, দ্রোণ গেছে জানি।
    কর্ণে বধিতে হবে, কুরুক্ষেত্র রণে।
    তারপর বধিব মোরা নীচ দুযোর্ধনে।।
    

    লেটো গান: ‘কর্ণ বধ’

  • চাষ কর দেহ জমিতে

    বাণী

    	চাষ কর দেহ জমিতে
    	হবে নানা ফসল এতে।
    	নামাজে জমি ‘উগালে’
    	রোজাতে জমি ‘সামালে’,
    কলেমায় জমিতে মই দিলে চিন্তা কি হে এই ভবেতে।।
    লা-ইলাহা ইল্লাল্লাতে
    বীজ ফেল্ তুই বিধি-মতে,
    পাবি ‘ঈমান’ ফসল তাতে —
    		আর রইবি সুখেতে।।
    নয়টা নালা আছে তাহার
    ওজুর পানি সিয়াত যাহার,
    ফল পাবি নানা প্রকার —
    		ফসল জন্মিবে তাহাতে।।
    যদি ভালো হয় সে-জমি
    হজ্ জাকাত লাগাও তুমি,
    আরো সুখে থাকবে তুমি —
    		কয় নজরুল এসলামেতে।।
    

    লেটো : ‘চাষার সঙ’

  • জীবন যাপন করিতে

    বাণী

    জীবন যাপন করিতে,
    চাষ কর বিধিমতে,
    রবে যদি সুখেতে —
    		এই পৃথিবী মাঝার।।
    জমি ‘উগালে’ ‘সামালে’
    বীজ ফেলাও কুতুহলে,
    পাবে তবে সেই ফসলে —
    		মেহনতের সার।।
    লাগাও ধান প্রধান ফসল,
    তরকারি কলাই সকল,
    দাও সময় মত জল —
    		যাতে প্রাণ বাঁচে তার।।
    অরি হতে ফসলে
    রক্ষা কর সকলে,
    নজরুল এসলাম বলে —
    		নইলে বাঁচা হবে ভার।।
    

    লেটো গান : ‘চাষার সঙ’

  • রব না কৈলাশপুরে আই য়্যাম

    বাণী

    রব না কৈলাশপুরে আই য়্যাম ক্যালকাটা গোয়িং।
    যত সব ইংলিশ ফ্যাশান আহা মরি কি লাইটনিং।।
    	ইংলিশ ফ্যাশান সবই তার
    	মরি কি সুন্দর বাহার,
    	দেখলে বন্ধু দেয় চেয়ার —
    		কাম-অন ডিয়ার গুড মর্নিং।।
    	বন্ধু আসিলে পরে
    	হাসিয়া হান্ডসেক করে,
    	বসায় তারে রেসপেক্ট করে —
    		হোল্ডিং আউট এ মিটিং।।
    	তারপর বন্ধু মিলে
    	ড্রিংকিং হয় কৌতুহলে,
    	খেয়েছ সব জাতিকুলে —
    		নজরুল এসলাম ইজ টেলিং।।
    

    ‘লেটো গান’

  • সদা মন চাহে মদিনা যাবো

    বাণী

    সদা মন চাহে মদিনা যাবো,
    আমার রসূলে আরবী, না হেরে নয়নে,
    			কি সুখে গৃহে র’বো।।
    মদিনার বুকে রয়েছে ঘুমায়ে আমার বুকের নিধি
    তায় বুকে তার মিলাইব বুক পায়ে লুটাইব নিরবধি
    ধূলিকণা হবো, আমি ধূলিকণা হবো
    (ওগো) নবী পদরেখা যেই পথে আঁকা 
    			সেই পথে বিছাইবো।
    আবিল হতে দেবো না, মধুর স্বপন তপ্ত বরণ
    আবিল হতে দেবো না।
    সদা আকুল পিয়াসা জাগে
    পদমুখো হ'য়ে কদম রসূল
    চুম্‌ দিবো অনুরাগে।
    ধূলি হ’বো, আমি সেই পথের ওই ধূলি হ’বো
    নবী যে পথ দিয়ে চলেছিলেন
    সেই পথের ওই ধূলি হবো
    শুধু পায়ের চিহ্ন পরশ পাবো
    			সেই পথের ওই ধূলি হ’বো।।
    প্রিয় নবীর রাঙা পা দু'খানি
    চুমিব সদা দিবস-যামী,
    আমার জীবনে লেগেছে নয়নের স্বাদ
    জুড়াতে আমার দেখিবো
    পোড়া নয়নের মোর আছে বড় খেদ
    মিটেনি আমার তৃষা গো
    হেথা নয়নের তৃষা অধরে মিটাতে
    			এবার আমি ধূলি হ’বো।।
    

    লেটোদলের গান
    কীর্তনের সুরে নাত-এ রসুল

  • সেই পথে মন মম ধায়

    বাণী

    	সেই পথে মন মম ধায়।
    প্রিয়	রসুলে খোদার, নবীর সরদার —
    			যে পথে চলিলেন হায়।
    	পরান আমার বিকাতে চাহে
    	মাহে আরব লীলাভূমে বিকাতে চাহে।
    যাব	কমলিওয়ালা-পাশ ছাড়ি' গৃহবাস
    			কম্বল সম্বল করি'।
    পাক	রওজার ধূলি শিরে ল'ব তুলি'
    			পরিব অঞ্জন করি'।
    	অঙ্গে রবে ভূষণ হয়ে সদা —
    	পাক রওজার ধূলি ভূষণ হয়ে সদা অঙ্গে রবে।
    আমি	(ওগো) মম দুখ-ভার করিয়া উজাড়
    			দিব সে-চরণে ডারি।
    ওগো	যত দুখ মোর বহিবে অঝোর
    			হইবে নয়ন-বারি।
    	আমার যাবে গো ব'য়ে
    	আমার নয়নের ধারা যাবে গো ব'য়ে,
    	পাক রওজাতে নিতি লুকানো বহ্নি
    			নয়নের ধারা যাবে গো ব'য়ে।
    

    কীর্তন-সুরে নাত-ই-রসুল