পাহাড়ী মিশ্র

  • আজিকে তনু মনে লেগেছে রঙ লেগেছে রঙ

    বাণী

    আজিকে তনু মনে লেগেছে রঙ লেগেছে রঙ
    বঁধূর বেশে ধরা সেজেছে অভিনব ঢঙ।।
    	কাননে আলো-ছায়া
    	নয়নে রঙের মায়া
    দোলে দোদুল কায়া পরানে বাজিছে সারঙ।।
    	সে-রঙে সাগর-কোলে
    	কত চাঁদ, রবি দোলে
    বাজে গগন তলে জলদ তালে মেঘ-মৃদঙ।।
    
  • এসো নূপুর বাজাইয়া যমুনা নাচাইয়া

    বাণী

    এসো নূপুর বাজাইয়া যমুনা নাচাইয়া
    			কৃষ্ণ কানাইয়া হরি।
    মাখি’গোখুর ধূলিরেণু গোঠে চরাইয়া ধেনু
    			বাজায়ে বাঁশের বাঁশরি।।
    গোপী চন্দন চর্চিত অঙ্গে
    প্রাণ মাতাইয়া প্রেম তরঙ্গে
    বামে হেলায়ে ময়ুর পাখা দুলায়ে তমাল শাখা
    			দীপবনে, দাঁড়ায়ে ত্রিভঙ্গে।
    এসো লয়ে সেই শ্যাম-শোভা ব্রজ বধু মনোলোভা
    			সেই পীত বসন পরি’।।
    এসো গগনে ফেলি নীল ছায়া
    আনো পিপাসিত চোখে মেঘ মায়া।
    এসো মাধব মাধবী তলে
    এসো বনমালী বন-মালা গলে
    এসো ভক্তিতে প্রেমে আঁখি জলে
    এসো তিলক লাঞ্ছিত সুর নর বাঞ্ছিত
    			বামে লয়ে রাই কিশোরী।।
    
  • কে এলে মোর ব্যথার গানে গোপন

    বাণী

    কে এলে মোর ব্যথার গানে গোপন-লোকের বন্ধু গোপন
    নাইতে আমার গানের ধারায় এলে সুরের মানসী কোন।।
    	গান গেয়ে যাই আপন মনে
    	সুরের পাখি গহন-বনে
    সে সুর বেঁধে কার নয়নে জানে শুধু তারি নয়ন।।
    	সুরের গোপন বাসর-ঘরে
    	গানের মালা বদল ক'রে
    সকল আঁখির অগোচরে না দেখাতেই মোদের মিলন।।
    

  • দাঁড়ালে দুয়ারে মোর

    বাণী

    		দাঁড়ালে দুয়ারে মোর		কে তুমি ভিখারিনী।
    		গাহিয়া সজল চোখে		বেলা-শেষের রাগিণী॥
    		মিনতি-ভরা আঁখি			ওগো কে তুমি ঝড়ের পাখি
    (ওগো)	কি দিয়ে জুড়াই ব্যথা		কেমনে কোথায় রাখি
    		কোন্ প্রিয় নামে ডাকি’		মান ভাঙাব মানিনী॥
    		বুকে তোমায় রাখতে প্রিয়	চোখে আমার বারি ঝরে,
    (ওগো)	চোখে যদি রাখিতে চাই		বুকে উঠে ব্যথা ভ’রে।
    		যত দেখি তত হায়,		ওগো পিপাসা বাড়িয়া যায়
    		কে তুমি যাদুকরী			স্বপন-মরু-চারিণী॥
    
  • পায়ে বিঁধেছে কাঁটা সজনী ধীরে চল

    বাণী

    পায়ে বিঁধেছে কাঁটা সজনী ধীরে চল।
    	ধীরে ধীরে ধীরে চল।
    চলিতে ছলকি' যায় ঘটে জল ছল ছল।।
    	একে পথ আঁকাবাঁকা
    	তাহে কন্টক -শাখা
    আঁচল ধ'রে টানে, টলে তনু টলমল।।
    	ভরা যৌবন-তরী,
    	তাহে ভরা গাগরি,
    বুঝি হয় ভরা-ডুবি, ছি ছি বল এ কি হলো।।
    	পথের বাঁকে ও কে
    	হাসে ডাগর চোখে,
    হাসিবে পথের লোকে সখি স'রে যেতে বল।।
    
  • পিয়া গেছে কবে পরদেশ

    বাণী

    পিয়া গেছে কবে পরদেশ পিউ কাঁহা ডাকে পাপিয়া,
    দোয়েল শ্যামার শিসে তারি হুতাশ উঠিছে ছাপিয়া।।
    	পাতারি আড়ালে মুখ ঢাকি'
    	মুহুমুহু কুহু ওঠে ডাকি,
    বাজে ধ্বনি তারি উহু উহু বিরহী পরাণ ব্যাপিয়া।।
    	'বউ কথা কও' পাখি ডাকে —
    	কেন মনে প'ড়ে যায় তাকে,
    কথা কও বউ — ডাকিত সে মোরে, নিশীথ উঠিত কাঁপিয়া।।