পটদীপ

  • এসো কল্যাণী চির-আয়ুষ্মতী

    বাণী

    এসো কল্যাণী চির-আয়ুষ্মতী।
    তব নির্মল করে ভবন-প্রদীপ জ্বালো জ্বালো জ্বালো সতী।।
    মঙ্গল-শঙ্খ বাজাও বাজাও সুমঙ্গলা
    সকল অকল্যাণ সকল অমঙ্গল কর দূর (শুভ) সমুজ্জ্বলা!
    এ মাটির কুটিরে দূর আকাশের অরুন্ধতী।।
    এসো লক্ষ্মী গৃহের আঁকো অঙ্গনে মঙ্গল আল্‌পনা
    তব পুণ্য-পরশ দিয়ে ধূলি-মুঠিরে কর গো সোনা,
    তুমি দেবতার শুভ বর মূর্তিমতী।।
    স্নান-শুদ্ধা তুমি পূজা-দেউলে যবে কর আরতি,
    আনত আকাশ যেন তব চরণে করে প্রণতি।
    	তব কুণ্ঠিত গুণ্ঠন-তলে
    	চির শান্তির ধ্রবতারা জ্বলে,
    সংসার অরণ্যে ধ্যান-মগ্না তুমি তপতী।।
    
  • প্রথম প্রদীপ জ্বালো মম ভবনে হে আয়ুষ্মতী

    বাণী

    প্রথম প্রদীপ জ্বালো মম ভবনে হে আয়ুষ্মতী
    আঁধার ঘিরে' আশার আলো আনুক তোমার গৃহের জ্যোতি।।
    	হেরিয়া তোমার আঁখির আলোক
    	বিষদিত সাঁঝ পুলকিত হোক,
    যেন দূরে যায় সব দুখ শোক, তব শঙ্খরব শুনি', হে সতী।।
    	কাঁকন পরা তব শুভ কর
    	মুখর করুক এ নীরব ঘর
    এ গৃহে আনুক বিধাতার বর তোমার মধুর প্রেম-আরতি।।
    
  • হে প্রিয় আমারে দিব না ভুলিতে

    বাণী

    	হে প্রিয় আমারে দিব না ভুলিতে
    মোর	স্মৃতি তাই রেখে' যাই শত গীতে।।
    	বিষাদিত সন্ধ্যায় শুনিবে দূরে
    	বিরহী বাঁশি ঝুরে আমারি সুরে
    	আমারি করুণ গাথা গাহিবে কে কোথা
    	সজল মেঘ-ঘেরা নিশীথে।।
    	গোধূলি-ধূসর ম্লান আকাশে
    	হেরিবে আমার মূরতি ভাসে
    	তব পদদলিত ফুলের বাসে
    	পড়িবে মনে আমারে চকিতে।।