তিলং

  • অঞ্জলি লহ মোর সঙ্গীতে

    বাণী

    অঞ্জলি লহ মোর সঙ্গীতে।
    প্রদীপ-শিখা সম কাঁপিছে প্রাণ মম
    তোমায়, হে সুন্দর, বন্দিতে!
    সঙ্গীতে সঙ্গীতে।।
    তোমার দেবালয়ে কি সুখে কি জানি
    দু’লে দু’লে ওঠে আমার দেহখানি
    আরতি –নৃত্যের ভঙ্গীতে।
    সঙ্গীতে সঙ্গীতে।।
    পুলকে বিকশিল প্রেমের শতদল
    গন্ধে রূপে রসে টলিছে টলমল।
    তোমার মুখে চাহি আমার বাণী যত
    লুটাইয়া পড়ে ঝরা ফুলের মত
    তোমার পদতল রঞ্জিতে।
    সঙ্গীতে সঙ্গীতে।।
    

  • এ ঘোর শ্রাবণ-নিশি কাটে কেমনে

    বাণী

    এ ঘোর শ্রাবণ-নিশি কাটে কেমনে।
    রহি’ রহি’ সেই মুখ পড়িছে মনে।।
    	বিজলিতে সেই আঁখি
    	চমকিছে থাকি’ থাকি’
    শিহরিত এমনি সে বাহু-বাঁধনে।।
    শন শন বহে বায় সে কোথায় সে কোথায়
    নাহি নাহি ধ্বনি শুনি উতল পবনে হায়
    চরাচর দুলিছে অসীম রোদনে।।
    

  • ব্রজগোপাল শ্যাম সুন্দর

    বাণী

    ব্রজগোপাল শ্যাম সুন্দর
    যশোদা দুলাল শিশু নটবর॥
    নন্দ নন্দন নয়নানন্দ
    চরণে মধুর সৃজন ছন্দ
    ভুবন মোহন কৃষ্ণচন্দ্র
    অপরূপ রূপ হেরে চরাচর॥
    কোটি গ্রহতারা চরণে নূপুর
    ওঙ্কার ধ্বনি বাঁশরির সুর।
    বঙ্কিম আঁখি বাঁকা শিখীপাখা
    বাঁকা শ্রীচরণ ভঙ্গিমা বাঁকা
    কৃষ্ণময় শ্রীঅঙ্গ ডাকা
    করাল মধুর প্রভু গিরিধর॥
    
  • সাধ জাগে মনে পর-জীবনে

    বাণী

    		সাধ জাগে মনে পর-জীবনে
    (আমি)	তব কপোলে যেন তিল হই।
    		ভালবাসিয়া মোরে দিল্‌ দিবে তুমি
    (যেন)		আমি তোমার মত বে-দিল্‌ হই।।
    		মোর দেওয়া যে হার নিলে না অকরুণা
    (যেন)		হয়ে সে হার তব বক্ষে রই।।
    		যাহারে ভালবেসে তুমি চাহ না মোরে
    		মরিয়া আসি যেন তাহারি রূপ ধ’রে
    (তুমি)		হার মানিবে আমি হ’ব জয়ী।।
    		হৃদি নিঙাড়ি মম আল্‌তা হব পায়ে
    		অধরে হব হাসি রূপ-লাবনি গায়ে
    		আমার যাহা কিছু তোমাতে হবে হারা
    (প্রিয়)		তুমি জানিবে না আমা বৈ।।