বাণী
হলুদ গাঁদার ফুল, রাঙা পলাশ ফুল
এনে দে এনে দে নৈলে রাঁধব না, বাঁধব না চুল।
কুস্মী-রঙ শাড়ি, চুড়ি বেলোয়ারি
কিনে দে হাট থেকে, এনে দে মাঠ থেকে
বাবলা ফুল, আমের মুকুল, নৈলে রাঁধব না, বাঁধব না চুল।।
তুর্কুট্ পাহাড়ে শাল-বনের ধারে বস্বে মেলা আজি বিকাল বেলায়,
দলে দলে পথে চলে সকাল হতে বেদে-বেদেনী নূপুর বেঁধে পায়
যেতে দে ওই পথে বাঁশি শুনে’ শুনে’ পরান বাউল
নৈলে রাঁধব না, বাঁধব না চুল।।
পলার মালা নাই কী যে করি ছাই,
খুঁজেএনে দে এনে দে রে সিঁয়া-কূল
নৈলে রাঁধব না, বাঁধব না চুল।।
সিনেমা: সাপুড়ে
রাগ ও তাল
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা
স্বরলিপি
English
Bring to me yellow marigolds and red flame of the forests
Else I shall not cook, nor tie my hair!
Gift me with a bright yellow saree and beautiful bangles
Brought from the market, lo yonder!
And those flowers of Acacia, those mango blossoms,
Else I shall not cook, nor tie my hair!
Yonder, beside the Sal forest, on the Turkut hill
There will a fair at dusk today
Yonder, the tribals throng to the fair
Their anklets swinging in rhythm
Let me too follow the lilting flute on that path, o my silly lover
Else I shall not cook, nor tie my hair!
Oh! What shall I do without my Coral necklace
Go, find me beads of the wild jujube
Else I shall not cook, nor tie my hair!