বাণী
ঝড় এসেছে ঝড় এসেছে কাহারা যেন ডাকে। বেরিয়ে এলো নতুন পাতা পল্লবহীন শাখে।। ক্ষুদ্র আমার শুকনো ডালে দুঃসাহসের রুদ্র ভালে কচি পাতার লাগলো নাচন ভীষণ ঘূর্ণিপাকে। স্তবির আমার ভয় টুটেছে গভীর শঙ্খ-রবে, মন মেতেছে আজ নতুনের ঝড়ের মহোৎসবে। কিশলয়ের জয়-পতাকা অন্তরে আজ মেললো পাখা প্রণাম জানাই ভয়-ভাঙানো অভয়-মহাত্মাকে।।