ঝর্ল যে-ফুল ফোটার আগেই
বাণী
ঝর্ল যে-ফুল ফোটার আগেই তারি তরে কাঁদি, হায়! মুকুলে যার মুখের হাসি চোখের জলে নিভে যায়।। হায় যে-বুলবুল গুল্বাগিচায় গোলাপ কুঁড়ির গাইত গান, আকুল ঝড়ে আজ সে প'ড়ে পথের ধূলায় মূরছায়।। সুখ-নদীর উপকূলে বাঁধিল যে সোনার ঘর, আজ কাঁদে সে গৃহ-হারা বালুচরে নিরাশায়।। যাবার যারা, যায় না তারা — থাকে কাঁটা, ঝরে ফুল। শুকায় নদী মরুর বুকে, প্রভাত আলো মেঘে ছায়।।
ঝিলের জলে কে ভাসালো নীল শালুকের ভেলা
বাণী
ঝিলের জলে কে ভাসালো নীল শালুকের ভেলা মেঘলা সকাল বেলা। বেণু বনে কে খেলে রে পাতা ঝরার খেলা। মেঘলা সকাল বেলা।। কাজল বরণ পল্লী মেয়ে বৃষ্টি ধারায় বেড়ায় নেয়ে, ব'সে দিঘীর ধারে মেঘের পানে রয় চেয়ে একেলা।। দুলিয়ে কেয়া ফুলের বেনী শাপলা মালা প'রে খেলতে এলো মেঘ পরীরা ঘুমতী নদীর চরে। বিজলিতে কে দূর বিমানে, সোনার চুড়ির ঝিলিক হানে, বনে বনে কে বসালো যুঁই-চামেলির মেলা।।
- শুরু
- পূর্ববর্তী
- 1
- 2
- 3
- পরবর্তী
- শেষ