ঝিলের জলে কে ভাসালো নীল শালুকের ভেলা
বাণী
ঝিলের জলে কে ভাসালো নীল শালুকের ভেলা মেঘলা সকাল বেলা। বেণু বনে কে খেলে রে পাতা ঝরার খেলা। মেঘলা সকাল বেলা।। কাজল বরণ পল্লী মেয়ে বৃষ্টি ধারায় বেড়ায় নেয়ে, ব'সে দিঘীর ধারে মেঘের পানে রয় চেয়ে একেলা।। দুলিয়ে কেয়া ফুলের বেনী শাপলা মালা প'রে খেলতে এলো মেঘ পরীরা ঘুমতী নদীর চরে। বিজলিতে কে দূর বিমানে, সোনার চুড়ির ঝিলিক হানে, বনে বনে কে বসালো যুঁই-চামেলির মেলা।।
ঝড় এসেছে ঝড় এসেছে কাহারা যেন ডাকে
বাণী
ঝড় এসেছে ঝড় এসেছে কাহারা যেন ডাকে। বেরিয়ে এলো নতুন পাতা পল্লবহীন শাখে।। ক্ষুদ্র আমার শুকনো ডালে দুঃসাহসের রুদ্র ভালে কচি পাতার লাগলো নাচন ভীষণ ঘূর্ণিপাকে। স্তবির আমার ভয় টুটেছে গভীর শঙ্খ-রবে, মন মেতেছে আজ নতুনের ঝড়ের মহোৎসবে। কিশলয়ের জয়-পতাকা অন্তরে আজ মেললো পাখা প্রণাম জানাই ভয়-ভাঙানো অভয়-মহাত্মাকে।।
- শুরু
- পূর্ববর্তী
- 1
- 2
- 3
- 4
- পরবর্তী
- শেষ