বাণী
কাণ্ডারি গো কর কর পার এই অকূল ভব-পারাবার। তোমার চরণ-তরী বিনা, প্রভু পারের আশা নাহি আর।। পাপের তাপের ঝড় তুফানে শান্তি নাহি আমার প্রাণে। আমি যেদিকে চাই দেখি কেবল নিরাশারি অন্ধকার।। দিন থাকতে আমার মতো কেউ নাহি সম্ভাষে, হে প্রভু তোমায় কেউ নাহি সম্ভাষে দিন ফুরালে খাটে শুয়ে এই ঘাটে সবাই আসে। লয়ে তোমারি নামের কড়ি সাধু পেল চরন-তরী সে কড়ি নাই যে কাঙ্গালের হও হে দীনবন্ধু তার॥