খেলা শেষ হল শেষ হয় নাই বেলা
বাণী
খেলা শেষ হল, শেষ হয় নাই বেলা। কাঁদিও না, কাঁদিও না — তব তরে রেখে গেনু প্রেম-আনন্দ মেলা।। খেলো খেলো তুমি আজো বেলা আছে খেলা শেষ হলে এসো মোর কাছে, প্রেম-যমুনার তীরে ব’সে রব লইয়া শূন্য ভেলা।। যাহারা আমার বিচার করেছে — ভুল করিয়াছে জানি, তাহাদের তরে রেখে গেনু মোর বিদায়ের গানখানি। হই কলঙ্কী, হোক মোর ভুল বালুকার বুকে ফুটায়েছি ফুল, তুমিও ভুলিতে নারিবে সে-কথা — হানো যত অবহেলা।।
পাঠান্তর
খেলা শেষ হল, শেষ হয় নাই বেলা। কাঁদিও না, কাঁদিও না — তব তরে রেখে গেনু প্রেম-আনন্দ মেলা।। খেলো খেলো তুমি আজো বেলা আছে খেলা শেষ হলে এসো মোর কাছে, প্রেম-যমুনার তীরে ব’সে রব লইয়া শূন্য ভেলা।। যাহারা আমার বিচার করেছে আর তাহাদের কেহ, দেখিতে পাবে না কলঙ্ক কালিমাখা মোর এই দেহ। হই কলঙ্কী, হোক মোর ভুল পৃথিবীতে আমি এনেছি গোকুল, তুমিও ভুলিতে নারিবে সে-কথা — হানো যত অবহেলা।।
[গানটি ১৯৬৫ সালে জগন্ময় মিত্রের কণ্ঠে রেকর্ডের সময় প্রশিক্ষক কমল দাশগুপ্ত বাণীর কিছু পরিবর্তন করেছিলেন।
যথা: ১. খেলা শেষ হলে যেয়ো, যেয়ো মোর কাছে, ২. হোক অপরাধ হোক মোর ভুল]
খুলেছে আজ রঙের দোকান বৃন্দাবনে হোরির দিনে
বাণী
খুলেছে আজ রঙের দোকান বৃন্দাবনে হোরির দিনে। প্রেম-রঙিলা ব্রজ-বালা যায় গো হেথায় আবির কিনে।। আজ গোকুলের রঙ মহলায় রামধনু ঐ রঙ পিয়ে যায় সন্ধ্যা-সকাল রাঙতো না গো ঐ হোরির কুমকুম বিনে।। রঙ কিনিতে এসে সেথায় রব শশী আকাশ ভেঙে' এই ফাগুনী ফাগের রাগে অশোক শিমুল ওঠে রেঙে'। আসে হেথায় রাধা-মাধব এই রঙেরই পথ চিনে।।
খড়ের প্রতিমা পূজিস্ রে তোরা
বাণী
খড়ের প্রতিমা পূজিস্ রে তোরা, মাকে ত’ তোরা পূজিস্নে! প্রতি মা’র মাঝে প্রতিমা বিরাজে (ঘরে ঘরে ওরে) হায় রে অন্ধ, বুঝিস্নে।। বছর বছর মাতৃ পূজার ক’রে যাস্ অভিনয় ভীরু সন্তানে হেরি লজ্জায় মাও যে পাষাণময়, মাকে জিনিতে সাধন-সমরে সাধক ত’কেহ বুঝিস্নে। মাটির প্রতিমা গ’লে যায় জলে, বিজয়ায় ভেসে যায়, আকাশে-বাতাসে মা’র স্নেহ জাগে অতন্দ্র করুণায়। তোরই আশে-পাশে তাঁর কৃপা হাসে — কেন সেই পথে তাঁরে খুঁজিস্নে।।
নাটিকাঃ ‘বিজয়া’
খয়বর-জয়ী আলী হায়দার জাগো
বাণী
খয়বর-জয়ী আলী হায়দার, জাগো জাগো আরবার। দাও দুশমন দুর্গ-বিদারী দু'ধারী জুলফিকার।। এসো শেরে খোদা ফিরিয়া আরবে, ডাকে মুসলিম ‘ইয়া আলী’ রবে, — হায়দারী হাঁকে তন্দ্রা-মগনে করো করো হুঁশিয়ার।। আল-বোর্জের চূড়া গুঁড়া-করা গোর্জ আবার হানো, বেহেশতী সাকী মৃত এ জাতিরে আবে কওসার দানো। আজি বিশ্ব-বিজয়ী জাতি যে বেহোঁশ দাও তারে নব কুয়ৎ ও জোশ; এসো নিরাশায় মরু-ধূলি উড়ায়ে দুল্দুল্-আস্ওয়ার।।