বাণী
খুলেছে আজ রঙের দোকান বৃন্দাবনে হোরির দিনে। প্রেম-রঙিলা ব্রজ-বালা যায় গো হেথায় আবির কিনে।। আজ গোকুলের রঙ মহলায় রামধনু ঐ রঙ পিয়ে যায় সন্ধ্যা-সকাল রাঙতো না গো ঐ হোরির কুমকুম বিনে।। রঙ কিনিতে এসে সেথায় রব শশী আকাশ ভেঙে' এই ফাগুনী ফাগের রাগে অশোক শিমুল ওঠে রেঙে'। আসে হেথায় রাধা-মাধব এই রঙেরই পথ চিনে।।