বাণী

মোরা এক বৃন্তে দু’টি কুসুম হিন্দু-মুসলমান।
মুসলিম তার নয়ন-মণি, হিন্দু তাহার প্রাণ।।
	এক সে আকাশ মায়ের কোলে
	যেন রবি শশী দোলে,
এক রক্ত বুকের তলে, এক সে নাড়ির টান।।
এক সে দেশের খাই গো হাওয়া, এক সে দেশের জল,
এক সে মায়ের বক্ষে ফলাই একই ফুল ও ফল।
	এক সে দেশের মাটিতে পাই
	কেউ গোরে কেউ শ্মাশানে ঠাঁই
এক ভাষাতে মা’কে ডাকি, এক সুরে গাই গান।। 

নাটিকাঃ‘পুতুলের বিয়ে’

রাগ ও তাল

রাগঃ ভৈরবী

তালঃ কাহার্‌বা

ভিডিও

স্বরলিপি

English

We are buds of the same stalk, Hindus and Muslims
If the Muslim be the apple of one’s eye, the Hindu their life

They are sun and the moon in the sky-like expanse of same mother’s lap
Blood flows in their veins alike, tied to the same umbilical cord

We wallow alike in the breeze of the nation, we drink the same water
We plant same blooms of flower in the fertile bosom of our motherland

When life rests forever, one being interred, the other, cremated
We return to the elements of the same motherland

We call our mother in the same tongue,
We sing the same songs!