বাণী
মহুয়া বনে লো মধু খেতে, সই, বাহিরে চাঁদ এলো, ঘরে মোর চাঁদ কই।। আমার নাচের সাথী কোথা পাইনে দেখা সরে না পা ওলো নাচতে একা সে বিনে সখী লো আমি আমার নই।। মিছে মাদলে তাল হানে মাদলিয়া, সে কি গেল বিদেশ, মোরে না বলিয়া। দূরে বাঁশি বাজে পলাশ পিয়াল বনে, বুঝি ঐ বঁধু মোর, যেন লাগে মনে সে মোরে ভুলে নাচে কাহার সনে? সে যে জানতো না সজনী কভু আমি বৈ।।