প্রিয় কোথায় তুমি কোন গহনে
বাণী
প্রিয় কোথায় তুমি কোন গহনে কোন ধ্রুবলোকে কোন দূর গগনে।। খোঁজে কানন তোমায় মেলি' কুসুম-আঁখি, 'তুমি কোথায়' বলি' ডাকে বনের পাখি। আছ ঠকুর হয়ে কোন দেবালয়ে কোন শ্রাবন-মেঘে দখিনা পবনে।। সিন্ধু-বুকে মুখে লুকায়ে নদী 'তুমি কোথায়' বলি' কাঁদে নিরবধি। জ্বালি' তারার বাতি খোঁজে আঁধার রাতি, তোমায় খুঁজিয়া নিভিল জ্যোতি মোর নয়নে।।
প্রভু সংসারেরি সোনার শিকল
বাণী
প্রভু সংসারেরি সোনার শিকল বেঁধো না আর পায় তোমার প্রেম ডোরে ত্রিভুবন স্বামী বাঁধ হে আমায়॥ সারা জীবন বোঝা বয়ে, এসেছি আজ ক্লান্ত হয়ে জুড়াতে হে শান্তি দাতা তোমার শীতল ছায়॥ হে নাথ যতদিন শক্তি ছিল বোঝা বহিবার হাসি মুখে বয়েছি নাথ তোমার দেওয়া ভার। শেষ হল আজ ভবের খেলা, কি দান দেব যাবার বেলা তোমার নামের ভেলায় যেন এ দীন তরে যায়॥