সোনার মেয়ে! সোনার মেয়ে
বাণী
সোনার মেয়ে! সোনার মেয়ে! তোমার রূপের মায়ায় আমার নয়ন- ভুবন গেল ছেয়ে'।। ঝরে তোমার রূপের ধারা— চন্দ্র জাগে তন্দ্রাহারা, আকাশ-ভরা হাজার তারা তোমার মুখে আছে চেয়ে'।। কোন গ্রহ-লোক ব্যথায় ভ'রে কোন অমরা শূন্য ক'রে (ওগো) রাখলে চরণ ধরার পরে রঙ-সায়রের রঙের নেয়ে। শিল্পী আকেঁ তোমার ছবি তোমারি গান গাহে কবি নিশীথিনী হারিয়ে রবি চাঁদ হাতে পায় তোমায় পেয়ে।।
সাহারাতে ফুটল রে রঙিন গুলে লালা
বাণী
সাহারাতে ফুটল রে রঙিন গুলে লালা সেই ফুলেরি খোশবুতে আজ দুনিয়া মাতোয়ালা।। সে ফুল নিয়ে কাড়াকাড়ি চাঁদ -সুরুজ গ্রহ-তারায় ঝুঁকে প'ড়ে চুমে সে ফুল নীল গগন নিরালা।। সেই ফুলেরি রঙ লেগে আজ ত্রিভুবন উজালা।। চাহে সে ফুল জ্বীন ও ইনসান হুরপরী ফেরেশতায় ফকির দরবেশবাদশা চাহে করিতে গরার মালা (তারে) চেনে রসিক ভ্রমর,বুলবুল সেই ফুলের ঠিকানা কেউ বলে হযরত মোহাম্মদ (বলে) কেউ বা কমলিওয়ালা।।
সন্ধ্যা ঘনালো আমার বিজন ঘরে
বাণী
সন্ধ্যা ঘনালো আমার বিজন ঘরে তব গৃহে জ্বলে বাতি। হাসিয়া ফুরায় তব উৎসব-নিশি (প্রিয়) পোহায় না মোর রাতি ॥ আমার আয়ুর ঝরা ফুলগুলি ল’য়ে দোলে তব গলে মিলনের মালা হ’য়ে, তোমার ভবনে আলোর দীপালি জ্বলে আঁধার আমার সাথি ॥ মোর মালঞ্চে ঘুমায়ে পড়েছে কুহু, নীরব হয়েছে গান -, তোমার কুঞ্জে গানের পাখিরা বুঝি তুলিয়াছে কলতান। পৃথিবীর আলো মোর চোখে নিভে আসে, বাজিছে বাঁশরি তোমার মিলন-রাসে; ওপারের বাঁশি আমারে ডাকিবে কবে আছি তাই কান পাতি’ ॥