বাণী

ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়।
আয় রে সাগর আকাশ বাতাস দেখ্‌বি যদি আয়।।
ধূলির ধরা বেহেশ্‌তে আজ, জয় করিল দিল রে লাজ।
আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়।।
দেখ্‌ আমিনা মায়ের কোলে, দোলে শিশু ইসলাম দোলে।
কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়।।
আজকে যত পাপী ও তাপী, সব গুনাহের পেল মাফী।
দুনিয়া হতে বে-ইনসাফী জুলুম নিল বিদায়।।
নিখিল দরুদ পড়ে লয়ে নাম, সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম।
জীন পরী ফেরেশ্‌তা সালাম জানায় নবীর পায়।।

রাগ ও তাল

রাগঃ

তালঃ কাহার্‌বা

ভিডিও

স্বরলিপি

English

The beloved of the three universes, Mohammed, appears onto this world,
Behold! O’ ye oceans, the skies and breeze, behold!

He conquers and bestows propriety on to this dust withered earth,
And it rains happiness and joy on the arid desert of the Sahara.

Behold, as the holy mother Amina cradles the nascence of Islam,
Hear the hymns of holy martyrdom from His young lips.

‘Tis today that bestows pardon onto sinners and penitents alike,
‘Tis today that sees the end of all injustice and tyranny.

The all-encompassing invocation rises up,
And in Your holy name, chants “May Peace and Blessings of Allah be upon You”
(Sallallahu Alaihi Wasallam),
As the fairies, angels and holy spirits bow, in reverence, at the feet of The Holy Prophet.