বাণী
যাবার বেলায় মিনতি আমার (শুধু) রাখিও মনে ডাক দিও গো সাঁঝের ছায়ে সাঙ্গোপনে।। যখন সন্ধ্যাবধূ আঁকবে রঙের আলপনা আমার হিয়া দুলবে তখন তোমার প্রদীপ সনে যখন নিরালাতে গাঁথবে মালা আনমনে।। (আমি) রইব ঘিরে তোমার মালার গন্ধ সনে (প্রিয় আমার) আমি দুলিয়ে যাব অলক তব মৃদু পবনে ওগো একটি মালা গলায় নিও আমার স্মরণে।।