বাণী
যদি শালের বন হ’ত শালার বোন,
ক’নে বউ হ’ত ঐ গৃহেরই কোণ,
ছেড়ে যেতাম না গো শালার বোন,
আমি থাকতাম পড়ে সদা, খেতাম না গো, শালার বোনথ —
বনে হারিয়ে যেতাম,
শালার বোন ঐ বৃন্দাবনে না হয় চারিয়ে যেতাম —
দাদা গো, ওগো দাদা —
আর মাকুন্দ হত যদি কুন্দবালা,
হ’ত দাড়িম্ব সুন্দরী দাড়িওয়ালা,
আমি ঝুলে যে পড়তাম দাড়ি ধ’রে তার —
জয়নাথ তরকনাথ বলে আমি ঝুলে যে পড়তাম দাড়ি ধ’রে,
বাবা দুগ্গা ব’লে আমি ঝুলে যে পড়তাম দাড়ি ধ’রে তার —
দাদা গো, ওগো দাদা —
আহা বাচ্চা হইত যদি চৌবাচ্চায়
নিতি পানকৌড়ি হ’য়ে ডুবে থাকিতাম তায়,
যদি দামড়ার ল্যাজ হ’ত কুন্তল দাম
বেণী রূপে ল্যাজ ধ’রে মাঠে দাঁড়াতাম — ঘুরে যে বেড়াতাম, তার
আমি ল্যাজ ধ’রে ঘুরে যে বেড়াতাম, দাদা গো —
যদি ভাগ্যগুণে এক মিলিল শালী —
বাবা বিশাল বপু তার সে যে বিশালী,
ওযে শালী নয় শালী নয়, শাল্মলী তরু সম
সে যে বিশালী গো, শাল্মলী তরু সম সে যে বিশালী গো —
আহা চিম্টি শালীর হ’ত বাবলা কাঁটা,
হ’ত শর-বন তার খ্যাংড়া ঝ্যাঁটা
খ্যাংড়া মেরে বিষ ঝেড়ে যে দিত গো —
রাগ ও তাল
রাগঃ
তালঃ ফের্তা (কাহার্বা ও দাদ্রা)