বাণী
যেন ফিরে না যায় এসে আজ বঁধুয়া ফিরে না যায়। সখি দিস্নে তোরা তা’রে লাজ বঁধুয়া ফিরে না যায়।। পথ ভুল ক’রে যায় আন-ঘরে জানি সই, তবু আমারি সে রাজাধিরাজ বঁধুয়া ফিরে না যায়।। ফুল চুরি ওর পেশা ও শুধু চোখের নেশা, জানি সই, একা আমারি ছবি তার হিয়া-মাঝ বঁধুয়া ফিরে না যায়।। সুন্দর ব’লে তায় সকলে পাইতে চায়, সে পরালে মোরে প্রেমের তাজ বঁধুয়া ফিরে না যায়।।
রাগ ও তাল
রাগঃ বেহাগ
তালঃ খেম্টা / ফের্তা (দ্রুত-দাদ্রা ও কাহার্বা)
স্বরলিপি




