নার্সারী

  • কালো জাম রে ভাই

    বাণী

    কালো জাম রে ভাই! আম কি তোমার ভায়রা ভাই?
    লাউ বুঝি তোর দিদি মা, আর কুমড়ো তোর দাদা মশাই।।
    তরমুজ তোমার ঠাকুমা বুঝি কাঁঠাল তোমার ঠাকুরদা
    গোলাপজাম তোর মাসতুতো ভাই জামরুল কি ভাই তোর বোনাই।।
    পেয়ারা কি তোর লাটিম রে ভাই চিচিঙ্গে তোর লাঠি
    জাম্বুরা তোর ফুটবল আর লংকা চুষি কাঠি।
    টোপা কুল তোর বৌ বুঝি আর বৈচি লেবু তোর বেহাই।
    নোনা আতা সোনা ভাই তোর রাঙা দি তোর লাল মাকাল,
    ডাব বুঝি তোর পানি-পাঁড়ে ঢিল বুঝি ভাদুরে তাল।
    গেছো দাদা আয় না নেমে গালে রেখে চুমু খাই।।
    
  • কুলের আচার নাচার হয়ে আছিস কেন

    বাণী

    কুলের আচার নাচার হয়ে আছিস কেন শিকায় ঝুলে
    কাচের জারে বেচারা তুই মরিস কেন ফেঁপে ফু’লে।।
    কাঁচা তেঁতুল পেয়ারা আম
    ডাঁশা জামরুল আর গোলাপ জাম —
    যেমনি তোরে দেখিলাম অমনি সব গেলাম ভুলে।।
    

    নাটিকাঃ ‘পুতুলের বিয়ে’

  • খেলি আয় পুতুল-খেলা ব’য়ে যায় খেলার বেলা

    বাণী

    খেলি আয় পুতুল-খেলা ব’য়ে যায় খেলার বেলা সই।
    বাবা ঐ যান আপিসে ভাবনা কিসের খোকারা দোলায় ঘুমোয় ঐ।।
    দাদা যান ইস্কুলেতে, মা খুড়ি মা রান্না করেন ঐ হেঁসেলে
    ঠানদি দাওয়ায় ঝীমায় ব’সে ফোকলা বদন মেলে।
    আয় লো ভুলি পঞ্চি টুলি পটলি খেঁদি কই।।
    

    নাটিকাঃ ‘পুতুলের বিয়ে’

  • শাদী মোবারকবাদী শাদী মোবারক

    বাণী

    শাদী মোবারকবাদী শাদী মোবারক।
    দেয় মোবারক-বাদ আলম রসুলে-পাক আল্লা হক।।
    	আজ এ খুশির মাহফিলে
    	দুলহা ও দুলহিনে মিলে
    	মিলন হল প্রাণে প্রাণে
    		মাশুক আর আশক।।
    	আউলিয়া আম্বিয়া সবে
    	এসো এ মিলন-উৎসবে,
    	দোয়া কর আজ এ খুশির
    		গুলিস্তান গুলজার হোক।।
    

    নাটিকাঃ‘পুতুলের বিয়ে’

  • হেড মাস্টারের ছড়ি সেকেন্ড মাস্টারের দাড়ি

    বাণী

    হেড মাস্টারের ছড়ি, সেকেন্ড মাস্টারের দাড়ি
    থার্ড মাস্টারের টেড়ি, কারে দেখি কারে ছাড়ি।
    হেড-পণ্ডিতের টিকির সাথে ওদের যেন আড়ি।
    	দাঁড়াইয়া ঐ হাই বেঞ্চে
    	হাসি রে মুখ ভেংচে ভেংচে,
    খোঁড়া সেকেন্ড পণ্ডিত যায় লেংচে হুঁকো হাতে বাড়ি
    তার মুখ নয় তেলো হাড়ি, মোর হেসে ছিড়ে যায় নাড়ি।
    

    নাটিকাঃ ‘পুতুলের বিয়ে’