হায় ভিখারি কাহার কাছে হাত পাতিলে হায়
বাণী
হায় ভিখারি কাহার কাছে হাত পাতিলে হায়। তোমার চেয়েও আমি যে দীন কাঙাল অসহায়।। আমার হয়ত কিছু ছিল কভু সব নিয়েছেন কেড়ে প্রভু আমায় তিনি নেননি তবু তাঁহার রাঙা পায়।। তোমায় তিনি পথ দেখালেন ভাবনা কিসের ভাই তোমার আছে ভিক্ষা ঝুলি আমার তাহাও নাই। চাইনে তবু আছি পড়ে সংসারে জড়িয়ে ধরে কবে তোমার মতন পথের ধূলি মাখব সারা গায়।।
হিন্দু-মুসলমান দুটি ভাই ভারতের
বাণী
হিন্দু-মুসলমান দুটি ভাই ভারতের দুই আঁখি-তারা। এক বাগানে দুটি তরু — দেবদারু আর কদমচারা।। যেন গঙ্গা সিন্ধু নদী যায় গো ব’য়ে নিরবধি, এক হিমালয় হতে আসে, এক সাগরে হয় গো হারা।। বুলবুল আর কোকিল পাখি এক কাননে যায় গো ডাকি’, ভাগীরথী যমুনা বয় মায়ের চোখের যুগল-ধারা।। পেটে-ধরা ছেলের চেয়েও চোখে ধরার মায়া বেশি, অতীতে ছিল অতিথি, আজ সে সখা প্রতিবেশী। ফুল পাতিয়ে গোলাপ বেলি এক সে-মায়ের বুকে খেলি, পাগল তারা — ভিন্ন ভাবে আল্লা ভগবানে যারা।।
হরি হে তুমি তাই দূরে থাক স’রে
বাণী
হরি হে তুমি তাই দূরে থাক স’রে হরি প্রভু বলে মোরা দূরে রাখি পাষাণ দেউলে রাখিয়াছি হায় তোমারে পাষাণ করে॥ তোমায় চেয়েছিল গোপিনীরা সেদিনও চেয়েছি মীরা ডেকে প্রিয়তম বলে তোমায় গোপাল বলিয়া ডাকিয়া পাইল যশোদা মা শচী কোলে অন্তরতম হতে নিশিদিন থাক তুমি অন্তরে॥ দেবতা ভাবিয়া পূজা দিই মোরা তুমি তাহা নাহি খাও তুমি লুকায়ে ভিখারি সাজিয়া মোদের পাতের অন্ন চাও। রাখাল ছেলের আধ খাওয়া ফল কেড়ে খাও তুমি হে চির সজল মোরা ভয় করি তাই লুকাইয়া থাক তুমি অভিমান ভরে॥