বাণী
শা আর শুড়ি মিলে শাশুড়ি কি হয় গো। শ্যাম প্রেমে বাধা দেয় স্বামী তারে কয় গো।। নয় নদী মিলে হয় ননদিনী দজ্জাল, জুতো জামা-ই সার যার-জামাই সে মহাকাল, যার কসুর হয় না সে কে? — শ্বশুর মহাশয় গো।। (সে) ভাদ্দর-বউ, (যার) ভাদ্দর মাসে বিয়ে, দেবর সে জন — বর যে দেয় দাদারে দিয়ে। ভাসুর সে, অসুরের মত যারে ভয় গো।। বেহায়া চশম-খোর, তারে কি বেহাই কই, পিসিয়া মারেন বলে তারে (তাই) কি পিসি কই, সকলেরই ভাগ নেয় সে, ভাগ্নেরই জয় গো।।