সম্মানিত অতিথি নজরুলগীতি ওয়েবসাইট সম্পর্কে আপনার অনুভূতি আমাদের জানান। আপনার ভালোলাগা, মন্দলাগা সবই বলতে পারেন।

মন্তব্যসমূহ  

Mamunur Rahman Khan
0 #217 RE: মতামতMamunur Rahman Khan 12-10-2023 16:26
উক্তি উজ্জ্বল মালাকার:
নব কিশলয়-রাঙা শয্যা পাতিয়া
এই গানে
"মোর হৃদয়ের রাজা এলো না"
এই লাইনটা দেয়া নেই।
অনুগ্রহ করে দ্রুত সংশোধন করলে বাধিত থাকিব।

প্রিয় উজ্জ্বল মালাকার,
সংশোধন করা হলো।
উক্তি
শাহ্ আনসারী
0 #218 RE: মতামতশাহ্ আনসারী 09-11-2023 01:16
আরও নুতন নুতনতর
শোনাও গীতি গানেওয়ালা
আরও তাজা সরাব ঢালো
কর কর হৃদয় আলা
গানটির বাণী ও স্বরলিপি আপলোড করার অনুরোধ করছি।
উক্তি
Mamunur Rahman Khan
0 #219 RE: মতামতMamunur Rahman Khan 13-11-2023 00:18
উক্তি শাহ্ আনসারী:
আরও নুতন নুতনতর
শোনাও গীতি গানেওয়ালা
আরও তাজা সরাব ঢালো
কর কর হৃদয় আলা
গানটির বাণী ও স্বরলিপি আপলোড করার অনুরোধ করছি।

প্রিয় শাহ্ আনসারী,
আপনার অনুরোধের গানটি আপলোড করা হলো।
nazrulgeeti.org/aa/aro-nutan-nutantara-shonao
স্বরলিপি এখনো প্রকাশিত হয়নি।
উক্তি
সুজন
0 #220 RE: মতামতসুজন 03-12-2023 23:54
গানের প্রথমাংশে,ধীম তানা দেরে না না বৃষ্টির তারানা এই কথা গুলোর উল্লেখ আছে।এর আগেও কিছু শব্দ আছে।আশা করি গানটা দিবেন।
উক্তি
Mamunur Rahman Khan
0 #221 RE: মতামতMamunur Rahman Khan 05-12-2023 16:04
উক্তি সুজন:
গানের প্রথমাংশে,ধীম তানা দেরে না না বৃষ্টির তারানা এই কথা গুলোর উল্লেখ আছে।এর আগেও কিছু শব্দ আছে।আশা করি গানটা দিবেন।


আপনি কি এই গানটির কথা বলছেন?
nazrulgeeti.org/.../...
উক্তি
Md. Abdus Salam
0 #222 RE: মতামতMd. Abdus Salam 28-01-2024 00:57
শেষ হ’ল মোর এ জীবনে ফুল ফোটাবার পালা
ওগো মরণ, অর্ঘ্য লহ সেই কুসুমের ডালা।।
নজরুলগীতিটি এই ওয়েব সাইটে খুঁজে পেলেমে না
উক্তি
Mamunur Rahman Khan
0 #223 RE: মতামতMamunur Rahman Khan 28-01-2024 14:57
উক্তি Md. Abdus Salam:
শেষ হ’ল মোর এ জীবনে ফুল ফোটাবার পালা
ওগো মরণ, অর্ঘ্য লহ সেই কুসুমের ডালা।।
নজরুলগীতিটি এই ওয়েব সাইটে খুঁজে পেলেমে না

গানটি সাইটে আছে।
nazrulgeeti.org/sha/shesh-holo-mor-e-jibone
উক্তি
SHIBNATH TALUKDAR
0 #224 RE: মতামতSHIBNATH TALUKDAR 01-02-2024 16:50
Please post and shear notation / swaralipi " Sedin chhilo ki godhuli lagon"
উক্তি
Mamunur Rahman Khan
0 #225 RE: মতামতMamunur Rahman Khan 02-02-2024 00:04
উক্তি SHIBNATH TALUKDAR:
Please post and shear notation / swaralipi " Sedin chhilo ki godhuli lagon"

প্রিয় শিবনাথ তালুকদার,
আপনার উল্লিখিত গানটির স্বরলিপি এখনো প্রকাশিত হয়নি।
উক্তি
Md. Saiful Islam
0 #226 RE: মতামতMd. Saiful Islam 03-03-2024 18:28
আমি জানি তব মন বুঝ তব ভাষা
তব কঠিন হিয়ার তলে জাগে কি গভীর ভালবাসা

গানটি পাওয়া যায়নি
উক্তি
Mamunur Rahman Khan
-1 #227 RE: মতামতMamunur Rahman Khan 03-03-2024 23:58
উক্তি Md. Saiful Islam:
আমি জানি তব মন বুঝ তব ভাষা
তব কঠিন হিয়ার তলে জাগে কি গভীর ভালবাসা

গানটি পাওয়া যায়নি

প্রিয় সাইফুল ইসলাম,
গানটি আমাদের সাইটে আছে, হয়তো খুঁজে পেতে সমস্যা হয়েছে।
nazrulgeeti.org/.../...
উক্তি
Souradeep Mondal
-1 #228 RE: মতামতSouradeep Mondal 14-04-2024 16:00
"হোরির রং লাগে আজি" গানটি "সোহিনী" রাগের উপর সৃষ্ট এবং এটির তাল "ফেরতা" নয় "একতাল"
উক্তি
Mamunur Rahman Khan
0 #229 RE: মতামতMamunur Rahman Khan 18-04-2024 22:06
উক্তি Souradeep Mondal:
"হোরির রং লাগে আজি" গানটি "সোহিনী" রাগের উপর সৃষ্ট এবং এটির তাল "ফেরতা" নয় "একতাল"

প্রিয় সৌরদীপ মন্ডল,
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। গানটি নজরুলের “গীতিশতদল” গ্রন্থে প্রকাশিত। বইয়ে গানের উপর লেখা আছে “রসিয়া-হোরি”।
রেকর্ডেও একই কথা লেখা আছে। গানটিতে দাদ্‌রা ও কাহার্‌বা (ফের্‌তা) তাল ব্যবহার হয়েছে। স্বরলিপি দেখার অনুরোধ করছি।
উক্তি
Surajit AcharyaMitra
0 #230 RE: মতামতSurajit AcharyaMitra 14-05-2024 04:48
একি অসীম পিয়াসা..... গানটির কিছু কথা কি change করা সম্ভব হবে?

আমি শ্রী বিমান মুখোপাধ্যায় এর ছাত্র ছিলাম।

১) অসীম ভালোবাসা -> তত ভালোবাসা
২) মেটেনা প্রেমের পিয়াসা -> মেটেনা প্রাণের তিয়াশা
উক্তি
Surajit AcharyaMitra
-1 #231 RE: মতামতSurajit AcharyaMitra 14-05-2024 05:07
উক্তি Surajit AcharyaMitra:
একি অসীম পিয়াসা..... গানটির কিছু কথা কি change করা সম্ভব হবে?

আমি শ্রী বিমান মুখোপাধ্যায় এর ছাত্র ছিলাম।

১) অসীম ভালোবাসা -> তত ভালোবাসা
২) মেটেনা প্রেমের পিয়াসা -> মেটেনা প্রাণের তিয়াশা


এই গানটি প্রায় ৩০ বছর আগে ওনার কাছ থেকে শিখেছি, এবং উনি খুব ই অথেন্টিক।

আমি, আগের প্রকাশিত পণ্ডিত অজয় চক্রবর্তী র গাওয়া এই গানটি শুনে কথাগুলি মিলিয়ে দেখলাম আমার শেখা গানের কথার সঙ্গে মিল।
উক্তি
Mamunur Rahman Khan
-1 #232 RE: মতামতMamunur Rahman Khan 16-05-2024 15:31
উক্তি Surajit AcharyaMitra:
উক্তি Surajit AcharyaMitra:
একি অসীম পিয়াসা..... গানটির কিছু কথা কি change করা সম্ভব হবে?

আমি শ্রী বিমান মুখোপাধ্যায় এর ছাত্র ছিলাম।

১) অসীম ভালোবাসা -> তত ভালোবাসা
২) মেটেনা প্রেমের পিয়াসা -> মেটেনা প্রাণের তিয়াশা


এই গানটি প্রায় ৩০ বছর আগে ওনার কাছ থেকে শিখেছি, এবং উনি খুব ই অথেন্টিক।

আমি, আগের প্রকাশিত পণ্ডিত অজয় চক্রবর্তী র গাওয়া এই গানটি শুনে কথাগুলি মিলিয়ে দেখলাম আমার শেখা গানের কথার সঙ্গে মিল।

প্রিয় সুরজিৎ আচার্য্য মিত্র,
অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
আপনি বলেছেন আপনি শ্রী বিমান মুখোপাধ্যায় এর ছাত্র ছিলেন এবং প্রায় ৩০ বছর আগে গানিট শিখেছেন। অথচ এই গানটির প্রথম রেকর্ড বের হয়েছে ১৯৩৬ সালে অর্থাৎ প্রায় ৮৮ বছর আগে এবং রেকর্ডটি এখানে দেয়া আছে। আপনি নিজে রেকর্ডটি শুনুন এবং গানের কথা মিলিয়ে নিন। আপনি নিজেই বুঝতে পারবেন কোনটি অথেনটিক। এখানে স্বরলিপিও দেয়া আছে যা আদি রেকর্ডিং অনুসারে করা হয়েছে। সেখানেও গানের কথার কোন তারতম্য হয়নি। তাহলে আপনিই বলুন কে সঠিক?

গানের লিঙ্ক এখানে দিলাম:
nazrulgeeti.org/ae/eki-oshim-piyasha

আবারও ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
উক্তি
SIDDHARTHA MITRA
-1 #233 কবিতা প্রসঙ্গে প্রশ্নSIDDHARTHA MITRA 25-05-2024 14:34
প্রথমে জানাই এই সুন্দর সাইট এর জন্য অভিনন্দন, এটি সব বাঙালীর সব নজরুল অনুরাগীর সম্পদ । আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি যদি "জয় বিবেকানন্দ সন্ন্যাসী বীর চির গৈরকাধারী।" কবিতাটির রচনাকাল ও প্রেক্ষাপট এর হদিস পেতে পারি ।
উক্তি
Souradeep Mondal
-1 #234 RE: মতামতSouradeep Mondal 03-06-2024 20:25
প্রিয় Mamunur Rahaman Khan ধন্যবাদ আপনার মতামত জানাবার জন্য । আমি বহুবার "হোরির রং লাগে আজি" গানটি নিয়ে বিভিন্ন তবলীয়া দের সাথে আলোচনা 'কাহারবা-দাদরা মিশ্র ফেরতা' তে গানটি যাচ্ছে না।সাধারনত এই গানটি সোহিনী রাগের ওপর সৃষ্ট হয়তো নজরুলের গান অনেক অনেক ভাবে করেন বলে এই সমস্যাটা হয়েছে তবে আমি আপনাকে বলছি সোহিনী রাগের সুরে এবং একতালেই গানটি সাধারনত গাওয়া হয়েছে এবং এই ভাবেই গানটির সৌন্দর্য বজায় থাকে বলে আমার মনে হয় ।।
উক্তি
Souradeep Mondal
-1 #235 RE: মতামতSouradeep Mondal 03-06-2024 20:30
প্রিয় Mamunur Rahaman Khan ধন্যবাদ আপনার মতামত জানাবার জন্য । আমি বহুবার "হোরির রং লাগে আজি" গানটি নিয়ে বিভিন্ন তবলীয়া দের সাথে আলোচনা 'কাহারবা-দাদরা মিশ্র ফেরতা' তে গানটি যাচ্ছে না।সাধারনত এই গানটি সোহিনী রাগের ওপর সৃষ্ট হয়তো নজরুলের গান অনেক অনেক ভাবে করেন বলে এই সমস্যাটা হয়েছে তবে আমি আপনাকে বলছি সোহিনী রাগের সুরে এবং একতালে গানটি সাধারনত গাওয়া হয়েছে এবং এই ভাবেই গানটির সৌন্দর্য বজায় থাকে বলে আমার মনে হয় ।।
উক্তি
Mamunur Rahman Khan
-1 #236 RE: মতামতMamunur Rahman Khan 06-06-2024 22:47
উক্তি SIDDHARTHA MITRA:
প্রথমে জানাই এই সুন্দর সাইট এর জন্য অভিনন্দন, এটি সব বাঙালীর সব নজরুল অনুরাগীর সম্পদ । আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি যদি "জয় বিবেকানন্দ সন্ন্যাসী বীর চির গৈরকাধারী।" কবিতাটির রচনাকাল ও প্রেক্ষাপট এর হদিস পেতে পারি ।

প্রিয় সিদ্ধার্থ মিত্র,
গানটির রচনাকাল সম্পর্কে বিস্তারিত জানা যায় না। বনগীতি দ্বিতীয় খণ্ড গ্রন্থে প্রকাশিত হয়েছে।
উক্তি
শুভ্র রায়
+1 #237 সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হেশুভ্র রায় 09-06-2024 10:16
উল্লিখিত গান টির শেষ লাইনটি ভুল প্রদর্শিত হয়েছে। শেষ লাইনটি হবে হে আদি কবি নবীন বাণী বোলো বোলো"।

লাইনখানি সঠিকভাবে প্রদর্শিত করার বিনীত আবেদন রইল।

শুভ্র রায়
উক্তি
Mamunur Rahman Khan
+1 #238 RE: মতামতMamunur Rahman Khan 10-06-2024 20:48
উক্তি শুভ্র রায়:
উল্লিখিত গান টির শেষ লাইনটি ভুল প্রদর্শিত হয়েছে। শেষ লাইনটি হবে হে আদি কবি নবীন বাণী বোলো বোলো"।

লাইনখানি সঠিকভাবে প্রদর্শিত করার বিনীত আবেদন রইল।

শুভ্র রায়

প্রিয় শুভ্র রায়,
গানের বাণী ঠিক আছে। ওই লাইনটি আপনি কোথায় পেয়েছেন?
গানের সাথে আদি রেকর্ডিং দেয়া আছে, একটু মনোযোগ দিয়ে শুনুন। সাথে স্বরলিপিও দেয়া আছে। দেখার অনুরোধ রইল।
ধন্যবাদ।
উক্তি
joy kumar
0 #239 swarlipi neijoy kumar 02-07-2024 23:06
se hori kemon bol.....ei ganer swarolipi nei.. asha kori khub shighroi songjojon kora hobe..
উক্তি
Mamunur Rahman Khan
0 #240 RE: মতামতMamunur Rahman Khan 03-07-2024 23:35
উক্তি joy kumar:
se hori kemon bol.....ei ganer swarolipi nei.. asha kori khub shighroi songjojon kora hobe..

প্রিয় জয় কুমার,
এই গানের স্বরলিপি এখনো প্রকাশিত হয়নি। পাবলিশ হলে আপলোড করা হবে। ধন্যবাদ
উক্তি