সম্মানিত অতিথি নজরুলগীতি ওয়েবসাইট সম্পর্কে আপনার অনুভূতি আমাদের জানান। আপনার ভালোলাগা, মন্দলাগা সবই বলতে পারেন।

মন্তব্যসমূহ  

Mamunur Rahman Khan
0 #199 RE: মতামতMamunur Rahman Khan 17-01-2022 01:34
উক্তি দেবদ্যুতি মুখার্জী:
'আল্লাহ্কে যে পাইতে চায়' এই গানটির কথা ও স্বরলিপি দিতে পারবেন?

প্রিয় দেবদ্যুতি মুখার্জী,
গানটির স্বরলিপি প্রকাশ করা হলো।
nazrulgeeti.org/aa/allake-je-paite-chay
উক্তি
Sunil Krishna
0 #200 একটি আবেদনSunil Krishna 16-05-2022 01:56
প্রিয় জনাব,
আশা করি ভালো আছেন।
অনুগ্রহ করে 'মেঘের ডমরু ঘন বাজে' গানটির স্বরলিপি ও গানটি কোন রাগে রচিত তা দিতে পারলে খুবই উপকৃত হব।
উক্তি
Mamunur Rahman Khan
0 #201 RE: মতামতMamunur Rahman Khan 30-05-2022 18:40
উক্তি Sunil Krishna:
প্রিয় জনাব,
আশা করি ভালো আছেন।
অনুগ্রহ করে 'মেঘের ডমরু ঘন বাজে' গানটির স্বরলিপি ও গানটি কোন রাগে রচিত তা দিতে পারলে খুবই উপকৃত হব।

প্রিয় সুনীল কৃষ্ঞ,
দুঃখিত উত্তর দিতে দেরী হলো বলে। এই গানটির স্বরলিপি এখনও প্রকাশিত হয়নি, তাই দেয়া গেল না। আর এই গানটির রাগ বিষয়ক কোন তথ্যও বইয়ে দেয়া নেই। পেলে নিশ্চই দিতে পারবো। ভালো থাকবেন। ধন্যবাদ
উক্তি
অনুক্তা চট্টোপাধ্যায়
0 #202 অসাধারন প্রয়াসঅনুক্তা চট্টোপাধ্যায় 30-08-2022 21:36
খুব ভাল লাগল - এত ভাল একটি উদ্যোগ । আমি বহুদিন ধরে “কি হবে জানিয়া বল, কেন জল নয়নে” এই গানটির স্বরলিপি খুঁজছি । যদি সম্ভব হয় দয়া করে add করবেন । বা কোন বইতে পাব যদি জানান খুব খুশী হব । ধন্যবাদ ।
উক্তি
Koustav Roy
0 #203 যে অবহেলা দিয়ে মোরেKoustav Roy 03-09-2022 08:57
গানটি website এ আছে, স্বরলিপিটা share করুন please।
উক্তি
Ahmad Maya Akhtari
+1 #204 Nazrul swarolipiAhmad Maya Akhtari 19-09-2022 13:09
swarolipikar er naam ta dile upokrito hoi sathe prokashok ,prokas kal ,grontho number pele khub valo hoy .Dhonnobad
উক্তি
অশোক সাহা
+2 #205 নজরুল গীতিঅশোক সাহা 11-10-2022 12:09
"আমার আপনার চেয়ে আপন যে জন" এই গানটির ধীরেন বসুর গাওয়া স্বরলিপি টা পেলে কৃতজ্ঞ থাকবো।
ধন্যবাদান্তে
অশোক সাহা।
উক্তি
রাজিত রোশান পাল
0 #206 আবেদনরাজিত রোশান পাল 12-03-2023 20:25
প্রত্যেকটি গানের সাথে সে গানের প্রেক্ষাপট ও মূলভাবসহ অন্যান্য তথ্য পেলে কৃতজ্ঞ থাকব।
উক্তি
Mamunur Rahman Khan
0 #207 RE: মতামতMamunur Rahman Khan 05-04-2023 22:02
উক্তি অনুক্তা চট্টোপাধ্যায়:
খুব ভাল লাগল - এত ভাল একটি উদ্যোগ । আমি বহুদিন ধরে “কি হবে জানিয়া বল, কেন জল নয়নে” এই গানটির স্বরলিপি খুঁজছি । যদি সম্ভব হয় দয়া করে add করবেন । বা কোন বইতে পাব যদি জানান খুব খুশী হব । ধন্যবাদ ।

প্রিয় অনুক্তা চট্টোপাধ্যায়,
কি হবে জানিয়া বল এই গানের স্বরলিপি এখনো প্রকাশিত হয়নি। প্রকাশ হলে যোগ করা হবে। উত্তর দিতে দেরি হলো বলে দুঃখিত।
উক্তি
Mamunur Rahman Khan
0 #208 RE: মতামতMamunur Rahman Khan 05-04-2023 22:05
উক্তি Koustav Roy:
গানটি website এ আছে, স্বরলিপিটা share করুন please।

প্রিয় কৌস্তব রায়,
যে অবহেলা দিয়ে মোরে গানটির স্বরলিপি এখনো প্রকাশিত হয়নি। প্রকাশ হলে যোগ করা হবে। উত্তর দিতে দেরি হলো বলে দুঃখিত।
উক্তি
Mamunur Rahman Khan
0 #209 RE: মতামতMamunur Rahman Khan 05-04-2023 22:12
উক্তি Ahmad Maya Akhtari:
swarolipikar er naam ta dile upokrito hoi sathe prokashok ,prokas kal ,grontho number pele khub valo hoy .Dhonnobad

প্রিয় আহমদ মায়া আখতারী,
আমাদের সাইটে যত স্বরলিপি আছে সবই নজরুল ইনস্টিটিউট কর্তৃক প্রকাশিত। এর বাইরে বাজারে প্রচলিত অন্য স্বরলিপি আমরা গ্রহন করছি না। কাজেই এখানে প্রকাশিত সকল স্বরলিপি আপনি নজরুল ইনস্টিটিউটের স্বরলিপির বইয়ে পাবেন।
তবে আপনার পরামর্শ আমরা গ্রহন করছি। ভবিষ্যতে এই তথ্যগুলো সংযোজন করা হবে।
উত্তর দিতে দেরি হলো বলে দুঃখিত।
উক্তি
Mamunur Rahman Khan
0 #210 RE: মতামতMamunur Rahman Khan 05-04-2023 22:15
উক্তি অশোক সাহা:
"আমার আপনার চেয়ে আপন যে জন" এই গানটির ধীরেন বসুর গাওয়া স্বরলিপি টা পেলে কৃতজ্ঞ থাকবো।
ধন্যবাদান্তে
অশোক সাহা।

প্রিয় অশোক সাহা,
আমার আপনার চেয়ে আপন যে জন এই গানটির স্বরলিপি এখনো প্রকাশিত হয়নি। প্রকাশ হলে যোগ করা হবে। উত্তর দিতে দেরি হলো বলে দুঃখিত।
উক্তি
Mamunur Rahman Khan
0 #211 RE: মতামতMamunur Rahman Khan 05-04-2023 22:17
উক্তি রাজিত রোশান পাল:
প্রত্যেকটি গানের সাথে সে গানের প্রেক্ষাপট ও মূলভাবসহ অন্যান্য তথ্য পেলে কৃতজ্ঞ থাকব।

প্রিয় রাজিত রোশান পাল,
অনেক ধন্যবাদ আপনার পরামর্শের জন্য। ভবিষ্যতে এই তথ্যগুলো সংযোজন করা হবে।
উত্তর দিতে দেরি হলো বলে দুঃখিত।
উক্তি
Bal
0 #212 FolBal 23-04-2023 21:07
Baler website bani sos kiso dile pa oa jai naked?
উক্তি
Mamunur Rahman Khan
0 #213 RE: মতামতMamunur Rahman Khan 24-04-2023 21:23
উক্তি Bal:
Baler website bani sos kiso dile pa oa jai naked?

আপনি কি খুঁজছেন? কি পাওয়া যায়না? আমাদের জানালে আমরা চেষ্টা করে দেখতে পারি।
উক্তি
সৈকত মল্লিক
0 #214 স্বরলিপির আর্জিসৈকত মল্লিক 12-05-2023 08:47
প্রথমেই আপনাদের এই অসাধারণ প্রচেষ্টাকে বাস্তবায়িত করার জন্য সাধুবাদ জানাই। আপনাদের এই পরিশ্রম যে আমাদের কতটা উপকার করছে তা ব’লে বোঝানো কঠিন। আমার তিনটি গানের স্বরলিপি প্রয়োজন।যদি আপনারা দিতে পারেন তাহলে আমি খুবই উপকৃত হব।সেই তিনটি গান হল–
১) সেদিন ছিল কি গোধূলিলগন
২) আবার ভালোবাসার সাধ জাগে
এবং
৩) ছাড়িয়া যেওনা আর ।
ধন্যবাদ, ভালো থাকবেন।
উক্তি
মোঃ জেহাদ উদ্দিন
0 #215 RE: মতামতমোঃ জেহাদ উদ্দিন 24-05-2023 00:09
প্রশংসনীয় উদ্যোগ। নজরুলগীতির পরিবের্তে নজরুলসঙ্গীত ব্যবহার করার জন্য অনুরোধ করছি।
উক্তি