প্রিয় জনাব, আশা করি ভালো আছেন। অনুগ্রহ করে 'মেঘের ডমরু ঘন বাজে' গানটির স্বরলিপি ও গানটি কোন রাগে রচিত তা দিতে পারলে খুবই উপকৃত হব।
প্রিয় সুনীল কৃষ্ঞ, দুঃখিত উত্তর দিতে দেরী হলো বলে। এই গানটির স্বরলিপি এখনও প্রকাশিত হয়নি, তাই দেয়া গেল না। আর এই গানটির রাগ বিষয়ক কোন তথ্যও বইয়ে দেয়া নেই। পেলে নিশ্চই দিতে পারবো। ভালো থাকবেন। ধন্যবাদ
খুব ভাল লাগল - এত ভাল একটি উদ্যোগ । আমি বহুদিন ধরে “কি হবে জানিয়া বল, কেন জল নয়নে” এই গানটির স্বরলিপি খুঁজছি । যদি সম্ভব হয় দয়া করে add করবেন । বা কোন বইতে পাব যদি জানান খুব খুশী হব । ধন্যবাদ ।
খুব ভাল লাগল - এত ভাল একটি উদ্যোগ । আমি বহুদিন ধরে “কি হবে জানিয়া বল, কেন জল নয়নে” এই গানটির স্বরলিপি খুঁজছি । যদি সম্ভব হয় দয়া করে add করবেন । বা কোন বইতে পাব যদি জানান খুব খুশী হব । ধন্যবাদ ।
প্রিয় অনুক্তা চট্টোপাধ্যায়, কি হবে জানিয়া বল এই গানের স্বরলিপি এখনো প্রকাশিত হয়নি। প্রকাশ হলে যোগ করা হবে। উত্তর দিতে দেরি হলো বলে দুঃখিত।
swarolipikar er naam ta dile upokrito hoi sathe prokashok ,prokas kal ,grontho number pele khub valo hoy .Dhonnobad
প্রিয় আহমদ মায়া আখতারী, আমাদের সাইটে যত স্বরলিপি আছে সবই নজরুল ইনস্টিটিউট কর্তৃক প্রকাশিত। এর বাইরে বাজারে প্রচলিত অন্য স্বরলিপি আমরা গ্রহন করছি না। কাজেই এখানে প্রকাশিত সকল স্বরলিপি আপনি নজরুল ইনস্টিটিউটের স্বরলিপির বইয়ে পাবেন। তবে আপনার পরামর্শ আমরা গ্রহন করছি। ভবিষ্যতে এই তথ্যগুলো সংযোজন করা হবে। উত্তর দিতে দেরি হলো বলে দুঃখিত।
প্রথমেই আপনাদের এই অসাধারণ প্রচেষ্টাকে বাস্তবায়িত করার জন্য সাধুবাদ জানাই। আপনাদের এই পরিশ্রম যে আমাদের কতটা উপকার করছে তা ব’লে বোঝানো কঠিন। আমার তিনটি গানের স্বরলিপি প্রয়োজন।যদি আপনারা দিতে পারেন তাহলে আমি খুবই উপকৃত হব।সেই তিনটি গান হল– ১) সেদিন ছিল কি গোধূলিলগন ২) আবার ভালোবাসার সাধ জাগে এবং ৩) ছাড়িয়া যেওনা আর । ধন্যবাদ, ভালো থাকবেন।
মন্তব্যসমূহ
প্রিয় দেবদ্যুতি মুখার্জী,
গানটির স্বরলিপি প্রকাশ করা হলো।
nazrulgeeti.org/aa/allake-je-paite-chay
আশা করি ভালো আছেন।
অনুগ্রহ করে 'মেঘের ডমরু ঘন বাজে' গানটির স্বরলিপি ও গানটি কোন রাগে রচিত তা দিতে পারলে খুবই উপকৃত হব।
প্রিয় সুনীল কৃষ্ঞ,
দুঃখিত উত্তর দিতে দেরী হলো বলে। এই গানটির স্বরলিপি এখনও প্রকাশিত হয়নি, তাই দেয়া গেল না। আর এই গানটির রাগ বিষয়ক কোন তথ্যও বইয়ে দেয়া নেই। পেলে নিশ্চই দিতে পারবো। ভালো থাকবেন। ধন্যবাদ
ধন্যবাদান্তে
অশোক সাহা।
প্রিয় অনুক্তা চট্টোপাধ্যায়,
কি হবে জানিয়া বল এই গানের স্বরলিপি এখনো প্রকাশিত হয়নি। প্রকাশ হলে যোগ করা হবে। উত্তর দিতে দেরি হলো বলে দুঃখিত।
প্রিয় কৌস্তব রায়,
যে অবহেলা দিয়ে মোরে গানটির স্বরলিপি এখনো প্রকাশিত হয়নি। প্রকাশ হলে যোগ করা হবে। উত্তর দিতে দেরি হলো বলে দুঃখিত।
প্রিয় আহমদ মায়া আখতারী,
আমাদের সাইটে যত স্বরলিপি আছে সবই নজরুল ইনস্টিটিউট কর্তৃক প্রকাশিত। এর বাইরে বাজারে প্রচলিত অন্য স্বরলিপি আমরা গ্রহন করছি না। কাজেই এখানে প্রকাশিত সকল স্বরলিপি আপনি নজরুল ইনস্টিটিউটের স্বরলিপির বইয়ে পাবেন।
তবে আপনার পরামর্শ আমরা গ্রহন করছি। ভবিষ্যতে এই তথ্যগুলো সংযোজন করা হবে।
উত্তর দিতে দেরি হলো বলে দুঃখিত।
প্রিয় অশোক সাহা,
আমার আপনার চেয়ে আপন যে জন এই গানটির স্বরলিপি এখনো প্রকাশিত হয়নি। প্রকাশ হলে যোগ করা হবে। উত্তর দিতে দেরি হলো বলে দুঃখিত।
প্রিয় রাজিত রোশান পাল,
অনেক ধন্যবাদ আপনার পরামর্শের জন্য। ভবিষ্যতে এই তথ্যগুলো সংযোজন করা হবে।
উত্তর দিতে দেরি হলো বলে দুঃখিত।
আপনি কি খুঁজছেন? কি পাওয়া যায়না? আমাদের জানালে আমরা চেষ্টা করে দেখতে পারি।
১) সেদিন ছিল কি গোধূলিলগন
২) আবার ভালোবাসার সাধ জাগে
এবং
৩) ছাড়িয়া যেওনা আর ।
ধন্যবাদ, ভালো থাকবেন।