খুবই উপযোগী এবং উপকারী একটা ওয়েবসাইট। কিন্তু আমার মনে হয় সবকিছু আরোও গোছালো হওয়া উচিত ছিলো। বিশেষ করে গানের তালিকা আক্ষরিক ভাবে লিপিবদ্ধ করা দরকার। আমি একটি লিংক দিচ্ছি, রবীন্দ্রসংগীত বিষয়ক ওয়েবসাইট এটি। এভাবে সাজাতে পারেন। gitabitan.net
খুবই উপযোগী এবং উপকারী একটা ওয়েবসাইট। কিন্তু আমার মনে হয় সবকিছু আরোও গোছালো হওয়া উচিত ছিলো। বিশেষ করে গানের তালিকা আক্ষরিক ভাবে লিপিবদ্ধ করা দরকার। আমি একটি লিংক দিচ্ছি, রবীন্দ্রসংগীত বিষয়ক ওয়েবসাইট এটি। এভাবে সাজাতে পারেন। gitabitan.net
প্রিয় পাপন খান, অনেক ধন্যবাদ আপনার মতামতের জন্য। হোম পেজ বর্তমানে র্যান্ডম অর্ডারে সাজানো হয়েছে যেন একঘেয়েমি না লাগে। প্রতিবার ভিজিটে নতুন নতুন গানের তালিকা লোড হয়। তবে বর্ণ অনুযায়ী দেখার জন্য বা দিকে একটি তালিকা আছে যেখান থেকে যেকোন অক্ষরে ক্লিক করলে সেই বর্ণের গানগুলি দেখা যায়। তাছাড়া উপরের মেনুতে “সকল গানের বাণী” নামে একটি মেনু আছে যেখানে ক্লিক করলে সাইটের সব গানের একটি তালিকা পাওয়া যায়, সেই তালিকাও বর্ণ অনুযায়ী সাজানো আছে।
0#181নজরুল-এর কবিতা সংগ্রহ —
দেবদত্ত ভট্টাচার্য21-10-2020 20:37
প্রথমে মামুনুর ভাইকে 'পূজা অভিনন্দন' জানাচ্ছি। সম্প্রতি কাজি নজরুল-এর "আনন্দময়ীর আগমনে" কবিতাটি আমাদের সাহিত্য গোষ্ঠীতে আবৃত্তি হওয়ায়, সেটি নিয়ে প্রচুর আগ্রহ ও আলোচনা শুরু হয়েছে। এই কবিতার পটভূমি (বিশেষ করে 'ধূমকেতু'-র বাজেয়াপ্ত হওয়া) সকলকে আবার উদ্দীপ্ত করলো। আপনারা তো অনেক বিরাট কাজ করছেন। কবির কবিতাবলি নিয়ে কিছু কাজ করা যায় না? নমস্কার।
প্রথমে মামুনুর ভাইকে 'পূজা অভিনন্দন' জানাচ্ছি। সম্প্রতি কাজি নজরুল-এর "আনন্দময়ীর আগমনে" কবিতাটি আমাদের সাহিত্য গোষ্ঠীতে আবৃত্তি হওয়ায়, সেটি নিয়ে প্রচুর আগ্রহ ও আলোচনা শুরু হয়েছে। এই কবিতার পটভূমি (বিশেষ করে 'ধূমকেতু'-র বাজেয়াপ্ত হওয়া) সকলকে আবার উদ্দীপ্ত করলো। আপনারা তো অনেক বিরাট কাজ করছেন। কবির কবিতাবলি নিয়ে কিছু কাজ করা যায় না? নমস্কার।
প্রিয় দেবদত্ত ভট্টাচার্য, অনেক ধন্যবাদ আপনাকে মতামতের জন্য। নজরুলের সাহিত্য, সংগীত, সাংবাদিকতা, চলচিত্র এরকম প্রতিটি বিষয়ই এক একটি বিশাল ক্ষেত্র। এবং কাজের আলাদা মনোযোগ দাবী করে। আমরা আসলে নজরুলের গান নিয়েই কাজ করছি এবং এখনো অনেক কাজ রয়ে গেছে। এবং নিঃসন্দেহে কাজটি বিশাল ও কষ্টসাধ্য। তাই আপাততঃ গান ব্যতীত অন্য বিষয় নিয়ে ভাবছিনা। যদি ভবিষ্যতে সুযোগ হয় হয়তো করা যেতে পারে। আপনাকে আবারও অনেক ধন্যবাদ এবং দুর্গা পূজার শুভেচ্ছা। ভালো থাকবেন।
0#185Artist Name Required —
Dipanjan01-12-2020 12:50
আপনাকে প্রথমেই সাধুবাদ জানাচ্ছি এই ওয়েবসাইটটির জন্য। খুবই প্রয়োজনীয়। একটা অনুরোধ। যে সকল ভিডিও যুক্ত হয়েছে সেগুলী শিল্পীদের তালিকা অনুযায়ী একটা ক্যাটাগরি করে দিলে সুবিধা হয়। সেক্ষেত্রে শিল্পীদের নামে ক্লিক করে তাদের যেসকল গান আপনার এই সাইটে যুক্ত হয়েছে সেগুলো সহজেই দেখা যাবে। প্রস্তাবটি বিবেচনার অনুরোধ থাকল।
আপনাকে প্রথমেই সাধুবাদ জানাচ্ছি এই ওয়েবসাইটটির জন্য। খুবই প্রয়োজনীয়। একটা অনুরোধ। যে সকল ভিডিও যুক্ত হয়েছে সেগুলী শিল্পীদের তালিকা অনুযায়ী একটা ক্যাটাগরি করে দিলে সুবিধা হয়। সেক্ষেত্রে শিল্পীদের নামে ক্লিক করে তাদের যেসকল গান আপনার এই সাইটে যুক্ত হয়েছে সেগুলো সহজেই দেখা যাবে। প্রস্তাবটি বিবেচনার অনুরোধ থাকল।
প্রিয় মি. দিপাঞ্জন, অনেক ধন্যবাদ আপনাকে মতামত দেয়ার জন্য। আপনার প্রস্তাবটি উত্তম। দেখি করা যায় কিনা।
আপনাকে প্রথমেই সাধুবাদ জানাচ্ছি এই ওয়েবসাইটটির জন্য। খুবই প্রয়োজনীয়। একটা অনুরোধ। যে সকল ভিডিও যুক্ত হয়েছে সেগুলী শিল্পীদের তালিকা অনুযায়ী একটা ক্যাটাগরি করে দিলে সুবিধা হয়। সেক্ষেত্রে শিল্পীদের নামে ক্লিক করে তাদের যেসকল গান আপনার এই সাইটে যুক্ত হয়েছে সেগুলো সহজেই দেখা যাবে। প্রস্তাবটি বিবেচনার অনুরোধ থাকল।
প্রিয় মি. দিপাঞ্জন, অনেক ধন্যবাদ আপনাকে মতামত দেয়ার জন্য। আপনার প্রস্তাবটি উত্তম। দেখি করা যায় কিনা।
মন্তব্যসমূহ
প্রিয় মি. তানিম
আপনার কথা বুঝতে পারলাম না। কোথায় মিল নেই?
প্রিয় অন্কিতা চক্রবর্তী
আপনার উল্লিখিত গানটির স্বরলিপি প্রকাশিত হয়নি। প্রকাশ হলে আপলোড করা হবে। ধন্যবাদ
প্রিয় পাপন খান,
অনেক ধন্যবাদ আপনার মতামতের জন্য। হোম পেজ বর্তমানে র্যান্ডম অর্ডারে সাজানো হয়েছে যেন একঘেয়েমি না লাগে। প্রতিবার ভিজিটে নতুন নতুন গানের তালিকা লোড হয়। তবে বর্ণ অনুযায়ী দেখার জন্য বা দিকে একটি তালিকা আছে যেখান থেকে যেকোন অক্ষরে ক্লিক করলে সেই বর্ণের গানগুলি দেখা যায়। তাছাড়া উপরের মেনুতে “সকল গানের বাণী” নামে একটি মেনু আছে যেখানে ক্লিক করলে সাইটের সব গানের একটি তালিকা পাওয়া যায়, সেই তালিকাও বর্ণ অনুযায়ী সাজানো আছে।
আশা করি আপনার সংশয় দূর হয়েছে। ধন্যবাদ
প্রিয় বিকে চক্রবর্তী
আপনার অনুরোধের গানটির স্বরলিপি প্রকাশিত হয়নি। প্রকাশিত হলে আপলোড করা হবে।
ভালো থাকবেন। ধন্যবাদ
পদ্মজা।
প্রিয় পদ্মজা দত্ত
এই গানটির স্বরলিপি এখনও প্রকাশিত হয়নি। প্রকাশিত হলে আপলোড করা হবে। ধন্যবাদ
সম্প্রতি কাজি নজরুল-এর "আনন্দময়ীর আগমনে" কবিতাটি আমাদের সাহিত্য গোষ্ঠীতে আবৃত্তি হওয়ায়, সেটি নিয়ে প্রচুর আগ্রহ ও আলোচনা শুরু হয়েছে। এই কবিতার পটভূমি (বিশেষ করে 'ধূমকেতু'-র বাজেয়াপ্ত হওয়া) সকলকে আবার উদ্দীপ্ত করলো।
আপনারা তো অনেক বিরাট কাজ করছেন। কবির কবিতাবলি নিয়ে কিছু কাজ করা যায় না?
নমস্কার।
প্রিয় দেবদত্ত ভট্টাচার্য,
অনেক ধন্যবাদ আপনাকে মতামতের জন্য। নজরুলের সাহিত্য, সংগীত, সাংবাদিকতা, চলচিত্র এরকম প্রতিটি বিষয়ই এক একটি বিশাল ক্ষেত্র। এবং কাজের আলাদা মনোযোগ দাবী করে।
আমরা আসলে নজরুলের গান নিয়েই কাজ করছি এবং এখনো অনেক কাজ রয়ে গেছে। এবং নিঃসন্দেহে কাজটি বিশাল ও কষ্টসাধ্য।
তাই আপাততঃ গান ব্যতীত অন্য বিষয় নিয়ে ভাবছিনা। যদি ভবিষ্যতে সুযোগ হয় হয়তো করা যেতে পারে।
আপনাকে আবারও অনেক ধন্যবাদ এবং দুর্গা পূজার শুভেচ্ছা।
ভালো থাকবেন।
প্রিয় ড. স্নিগ্ধ রায়,
আপনাকেও অনেক ধন্যবাদ। আপনাদের সকলের ভালোবাসাই আমাদের এগিয়ে চলার প্রেরণা। ভালো থাকবেন।
প্রিয় মি. দিপাঞ্জন,
অনেক ধন্যবাদ আপনাকে মতামত দেয়ার জন্য। আপনার প্রস্তাবটি উত্তম। দেখি করা যায় কিনা।
অপেক্ষায় থাকলাম।
প্রিয় দেবদ্যুতি মুখার্জী
আপনার অনুরোধের গানটি যোগ করা হলো। তবে স্বরলিপি এখনো প্রকাশিত না হওয়ায় দেয়া গেল না।
nazrulgeeti.org/aa/allake-je-paite-chay