"সেই মিঠে সুরে মাঠের বাঁশরী বাজে", নজরূল সাহেবের এই গানটির স্বরলিপি খুঁজে বেড়াচ্ছি, আজ বহু বছর। উক্ত স্বরলিপিটির একটি ফটো কপি কেউ যদি আমাকে পাঠান , চির কৃতজ্ঞ থাকবো। আমার whatsapp number +919433950240 । শুনেছি, কাজী অনিরুদ্ধ সাহবের নজরূল স্বরলিপির কোনো একটি বিশেষ খণ্ডে উক্ত গানটির স্বরলিপি রয়েছে, কিন্তু সেটি আমার সংগ্রহে নেই। নমস্কার জানবেন। অনুভব , কলকাতা
"সেই মিঠে সুরে মাঠের বাঁশরী বাজে", নজরূল সাহেবের এই গানটির স্বরলিপি খুঁজে বেড়াচ্ছি, আজ বহু বছর। উক্ত স্বরলিপিটির একটি ফটো কপি কেউ যদি আমাকে পাঠান , চির কৃতজ্ঞ থাকবো। আমার whatsapp number +919433950240 । শুনেছি, কাজী অনিরুদ্ধ সাহবের নজরূল স্বরলিপির কোনো একটি বিশেষ খণ্ডে উক্ত গানটির স্বরলিপি রয়েছে, কিন্তু সেটি আমার সংগ্রহে নেই। নমস্কার জানবেন। অনুভব , কলকাতা
প্রিয় মি. অনুভব অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। এই গানটির স্বরলিপি নজরুল ইনস্টিটিউট থেকে এখনো প্রকাশিত হয়নি। আপনি যে বইয়ের কথা উল্লেখ করেছেন সেটি আমাদের সংগ্রহে নেই। স্বরলিপি প্রকাশিত হলে নিশ্চই পেয়ে যাবেন। ধন্যবাদ
এ রকম একটি দরকারি ও গুরুত্বপূর্ণ ওয়েব সাইট উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এবং অভিনন্দন। আমার জিজ্ঞাস্য যে এখানে কি নজরুল ইনষ্টিটিউট কর্তৃক প্রকাশিত সব স্বরলিপিই যুক্ত হবে? অনুগ্রহ করে জানাবেন।
এ রকম একটি দরকারি ও গুরুত্বপূর্ণ ওয়েব সাইট উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এবং অভিনন্দন। আমার জিজ্ঞাস্য যে এখানে কি নজরুল ইনষ্টিটিউট কর্তৃক প্রকাশিত সব স্বরলিপিই যুক্ত হবে? অনুগ্রহ করে জানাবেন।
প্রিয় সুনিল কৃষ্ণ, আপনাকেও ধন্যবাদ। নজরুল ইনস্টিটিউট কর্তৃক এ পর্যন্ত প্রকাশিত সব স্বরলিপি এখানে যুক্ত করা হয়েছে। ভবিষ্যতে প্রকাশিত স্বরলিপিও যুক্ত করা হবে। ভালো থাকবেন।
প্রিয় জনাব, উত্তর প্রদানের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু আর একটি বিষয়ে বিশদ জানার ইচ্ছায় আপনাকে বিরক্ত করার প্রয়াস করছি। আশা করি বিস্তারিত জানাবেন। আমার জানার বিষয় হল 'রিম ঝিম রিম ঝিম ঝিম ঘন দেয়া বরষে' গানটির বানীতে দেয়া কথা ও স্বরলিপিতে দেয়া কথায় কিছু অসঙ্গতি দেখা যাচ্ছে। আবার বিভিন্ন শিল্পীর গাওয়া অডিও এবং ভিডিও গুলিতেও বানীর হেরফের আছে। যেমন, 'কাজরী নাচিয়া চলো'-র যায়গায় কেউ গাইছেন 'কাজরী গাহিয়া চলো', 'ময়ূর বোলে'-র পরিবর্তে 'কোয়েল বোলে' এবং 'ঘন শ্যাম দরশে'-র স্থলে 'শ্যাম মেঘ দরশে' ইত্যাদি। এতে আমি এই গানটির সঠিক বানী স্বরলিপি কি হবে তা নিয়ে একটু দ্বিধায় আছি। উল্লেখ্য, আমার কনিষ্ঠ পুত্র কাজী নজরুল ইসলামের সুমধুর, বহুল প্রচারিত বিখ্যাত গানটি শেখার ইচ্ছা পোষণ করছে। আপনার মন্তব্যের আশায় থাকলাম।
প্রিয় জনাব, উত্তর প্রদানের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু আর একটি বিষয়ে বিশদ জানার ইচ্ছায় আপনাকে বিরক্ত করার প্রয়াস করছি। আশা করি বিস্তারিত জানাবেন। আমার জানার বিষয় হল 'রিম ঝিম রিম ঝিম ঝিম ঘন দেয়া বরষে' গানটির বানীতে দেয়া কথা ও স্বরলিপিতে দেয়া কথায় কিছু অসঙ্গতি দেখা যাচ্ছে। আবার বিভিন্ন শিল্পীর গাওয়া অডিও এবং ভিডিও গুলিতেও বানীর হেরফের আছে। যেমন, 'কাজরী নাচিয়া চলো'-র যায়গায় কেউ গাইছেন 'কাজরী গাহিয়া চলো', 'ময়ূর বোলে'-র পরিবর্তে 'কোয়েল বোলে' এবং 'ঘন শ্যাম দরশে'-র স্থলে 'শ্যাম মেঘ দরশে' ইত্যাদি। এতে আমি এই গানটির সঠিক বানী স্বরলিপি কি হবে তা নিয়ে একটু দ্বিধায় আছি। উল্লেখ্য, আমার কনিষ্ঠ পুত্র কাজী নজরুল ইসলামের সুমধুর, বহুল প্রচারিত বিখ্যাত গানটি শেখার ইচ্ছা পোষণ করছে। আপনার মন্তব্যের আশায় থাকলাম।
প্রিয় সুনিল কৃষ্ণ, আপনাকেও ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন। আসলে শুধু এই গানই নয়, নজরুলের অসংখ্য গান কম-বেশি বিকৃত হয়েছে। কেউ ইচ্ছায় আবার কেউ অজান্তে বাণী ও সুরের বিকৃতি ঘটিয়েছেন। কাজী নজরুল ইসলাম জীবিত থাকলে নিশ্চই খুব মর্মাহত হতেন। যাই হোক গানের প্রসঙ্গে ফিরে আসি— এই গানটি নজরুলের গীতি গ্রন্থ ‘বুলবুল’ -এ প্রকাশিত হয়েছে (১৯২৮ সালে)। বইয়ে মোট ১৫০ টি গান স্থান পেয়েছে যার মধ্যে আলোচ্য গানটি ১২২ তম। বইয়ের বাণী আমাদের সাইটে হুবহু প্রকাশ করা হয়েছে। কাজেই আমাদের ওয়েব সাইটে প্রকাশিত বাণী অথেনটিক এ বিষয়ে কোন সন্দেহের অবকাশ নেই। এবার আসি স্বরলিপির বিষয়ে— এখানে দেয়া স্বরলিপিটি নজরুল ইনস্টিটিউট কর্তৃক প্রকাশিত নয়। নজরুল ইনস্টিটিউট এখনো এই গানের স্বরলিপি প্রকাশ করেনি। ফলে এই স্বরলিপির নির্ভরযোগ্যতা নিয়ে সংশয় থাকা স্বাভাবিক। তাহলে প্রশ্ন আসে, অনির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত স্বরলিপি আমরা আপলোড করলাম কেন? আসলে স্বরলিপি যেহেতু প্রকাশিত হয়নি তাই আপাততঃ যেটি হাতে এসেছে আমরা আপলোড করেছি যদিও আমরা সন্তুষ্ট নই।
যারা বিকৃত বাণীতে গেয়েছেন তারা নিঃসন্দেহে অন্যায় করেছেন। আপনি সঠিক বাণী অনুসরণ করুন। ভালো থাকবেন। ধন্যবাদ
প্রিয় জনাব, আশা করি ভালো আছেন। অনুগ্রহ করে 'মেঘের ডমরু ঘন বাজে' গানটির স্বরলিপি ও গানটি কোন রাগে রচিত তা দিতে পারলে খুবই উপকৃত হব।
প্রিয় সুনীল কৃষ্ঞ, দুঃখিত উত্তর দিতে দেরী হলো বলে। এই গানটির স্বরলিপি এখনও প্রকাশিত হয়নি, তাই দেয়া গেল না। আর এই গানটির রাগ বিষয়ক কোন তথ্যও বইয়ে দেয়া নেই। পেলে নিশ্চই দিতে পারবো। ভালো থাকবেন। ধন্যবাদ
খুব ভাল লাগল - এত ভাল একটি উদ্যোগ । আমি বহুদিন ধরে “কি হবে জানিয়া বল, কেন জল নয়নে” এই গানটির স্বরলিপি খুঁজছি । যদি সম্ভব হয় দয়া করে add করবেন । বা কোন বইতে পাব যদি জানান খুব খুশী হব । ধন্যবাদ ।
মন্তব্যসমূহ
প্রিয় মি. অনুভব
অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। এই গানটির স্বরলিপি নজরুল ইনস্টিটিউট থেকে এখনো প্রকাশিত হয়নি। আপনি যে বইয়ের কথা উল্লেখ করেছেন সেটি আমাদের সংগ্রহে নেই। স্বরলিপি প্রকাশিত হলে নিশ্চই পেয়ে যাবেন। ধন্যবাদ
সর্বকালের মানবতার মুক্তির কবি,বিদ্রাহ কবির ডিজিটাল অস্র,যে অস্র পদ দেথাবে নবীন নজরুল প্রেমীদের, নিয়ে আসবে আবার ও মানবতার মুক্তি। -- ধন্যবাদ হে উদ্দোক্তা।
প্রিয় জয়নাল আবেদীন,
অনেক ধন্যবাদ আপনার উৎসাহ উদ্দীপক মন্তব্যের জন্য। ভালো থাকবেন।
অনুগ্রহ করে জানাবেন।
প্রিয় সুনিল কৃষ্ণ,
আপনাকেও ধন্যবাদ। নজরুল ইনস্টিটিউট কর্তৃক এ পর্যন্ত প্রকাশিত সব স্বরলিপি এখানে যুক্ত করা হয়েছে। ভবিষ্যতে প্রকাশিত স্বরলিপিও যুক্ত করা হবে।
ভালো থাকবেন।
উত্তর প্রদানের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু আর একটি বিষয়ে বিশদ জানার ইচ্ছায় আপনাকে বিরক্ত করার প্রয়াস করছি। আশা করি বিস্তারিত জানাবেন।
আমার জানার বিষয় হল 'রিম ঝিম রিম ঝিম ঝিম ঘন দেয়া বরষে' গানটির বানীতে দেয়া কথা ও স্বরলিপিতে দেয়া কথায় কিছু অসঙ্গতি দেখা যাচ্ছে। আবার বিভিন্ন শিল্পীর গাওয়া অডিও এবং ভিডিও গুলিতেও বানীর হেরফের আছে। যেমন, 'কাজরী নাচিয়া চলো'-র যায়গায় কেউ গাইছেন 'কাজরী গাহিয়া চলো', 'ময়ূর বোলে'-র পরিবর্তে 'কোয়েল বোলে' এবং 'ঘন শ্যাম দরশে'-র স্থলে 'শ্যাম মেঘ দরশে' ইত্যাদি। এতে আমি এই গানটির সঠিক বানী স্বরলিপি কি হবে তা নিয়ে একটু দ্বিধায় আছি। উল্লেখ্য, আমার কনিষ্ঠ পুত্র কাজী নজরুল ইসলামের সুমধুর, বহুল প্রচারিত বিখ্যাত গানটি শেখার ইচ্ছা পোষণ করছে।
আপনার মন্তব্যের আশায় থাকলাম।
প্রিয় সুনিল কৃষ্ণ,
আপনাকেও ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন। আসলে শুধু এই গানই নয়, নজরুলের অসংখ্য গান কম-বেশি বিকৃত হয়েছে। কেউ ইচ্ছায় আবার কেউ অজান্তে বাণী ও সুরের বিকৃতি ঘটিয়েছেন। কাজী নজরুল ইসলাম জীবিত থাকলে নিশ্চই খুব মর্মাহত হতেন। যাই হোক গানের প্রসঙ্গে ফিরে আসি—
এই গানটি নজরুলের গীতি গ্রন্থ ‘বুলবুল’ -এ প্রকাশিত হয়েছে (১৯২৮ সালে)। বইয়ে মোট ১৫০ টি গান স্থান পেয়েছে যার মধ্যে আলোচ্য গানটি ১২২ তম।
বইয়ের বাণী আমাদের সাইটে হুবহু প্রকাশ করা হয়েছে। কাজেই আমাদের ওয়েব সাইটে প্রকাশিত বাণী অথেনটিক এ বিষয়ে কোন সন্দেহের অবকাশ নেই। এবার আসি স্বরলিপির বিষয়ে— এখানে দেয়া স্বরলিপিটি নজরুল ইনস্টিটিউট কর্তৃক প্রকাশিত নয়। নজরুল ইনস্টিটিউট এখনো এই গানের স্বরলিপি প্রকাশ করেনি। ফলে এই স্বরলিপির নির্ভরযোগ্যতা নিয়ে সংশয় থাকা স্বাভাবিক। তাহলে প্রশ্ন আসে, অনির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত স্বরলিপি আমরা আপলোড করলাম কেন? আসলে স্বরলিপি যেহেতু প্রকাশিত হয়নি তাই আপাততঃ যেটি হাতে এসেছে আমরা আপলোড করেছি যদিও আমরা সন্তুষ্ট নই।
যারা বিকৃত বাণীতে গেয়েছেন তারা নিঃসন্দেহে অন্যায় করেছেন। আপনি সঠিক বাণী অনুসরণ করুন।
ভালো থাকবেন। ধন্যবাদ
প্রিয় দেবদ্যুতি মুখার্জী,
গানটির স্বরলিপি প্রকাশ করা হলো।
nazrulgeeti.org/aa/allake-je-paite-chay
আশা করি ভালো আছেন।
অনুগ্রহ করে 'মেঘের ডমরু ঘন বাজে' গানটির স্বরলিপি ও গানটি কোন রাগে রচিত তা দিতে পারলে খুবই উপকৃত হব।
প্রিয় সুনীল কৃষ্ঞ,
দুঃখিত উত্তর দিতে দেরী হলো বলে। এই গানটির স্বরলিপি এখনও প্রকাশিত হয়নি, তাই দেয়া গেল না। আর এই গানটির রাগ বিষয়ক কোন তথ্যও বইয়ে দেয়া নেই। পেলে নিশ্চই দিতে পারবো। ভালো থাকবেন। ধন্যবাদ
ধন্যবাদান্তে
অশোক সাহা।