কাজী নজরুল ইসলাম তাঁর সৃষ্ট সঙ্গীতের এক বিশাল ভান্ডার রেখে গেছেন। সুর, তাল কিংবা রাগের ব্যবহারে যা বৈচিত্রময়। বাংলা গানের এমন কোন বিভাগ বা ধরন নেই যার উপর নজরুল গান তৈরি করেন নি। অপ্রচলিত এবং বিলুপ্তপ্রায় বহু রাগ-রাগিনী উদ্ধার করে সেগুলোর উপর গান তৈরি করে কেবল রাগগুলোকে রক্ষা-ই করেননি বরং নতুন জীবন দান করেছেন। শুধু তা-ই নয়, তিনি প্রায় ১৮ টি নতুন রাগ তৈরি করেছেন এবং সেগুলোর উপর গান তৈরি করে রাগ গুলোকে জীবন্ত করে গিয়েছেন। এমনকি গানের সংখ্যার দিক থেকেও তাঁর সমকক্ষ কেউ নেই। তাঁর এ বিশাল সৃষ্টিকে আপামরের মাঝে ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে তথ্য-প্রযুক্তির ব্যবহারের বিকল্প নেই। কিন্তু প্রযুক্তির বিকাশের সাথে সাথে নজরুল সঙ্গীতকে যতটা সাধারণের কাছে সহজলভ্য করা সম্ভব ছিল তা করা হয়নি। নজরুলগীতির উপর পূর্ণাঙ্গ কোন ওয়েব সাইট নেই। ফলে একজন নজরুল অনুরাগীর পক্ষে চট্ করে কোন গানের বাণী কিংবা তাতে ব্যবহৃত রাগ ও তালের ব্যবহার কিংবা স্বরলিপি সম্পর্কে জানা সম্ভব নয়। এটা আমাদের জন্য বড়ই পরিতাপের বিষয় যে ইন্টারনেটের তথ্য মহাসমুদ্রে খুঁজলে নজরুলগীতি সম্পর্কে খুব সামান্য তথ্যই পাওয়া যায়।
এই অভাব বোধ থেকেই এই ওয়েব সাইটের সূচনা। এই ওয়েব সাইটে নজরুলের সব গান রাখা হবে; যেখানে গানের কথা, স্বরলিপি, রাগ, তাল, অডিও, ভিডিও এবং নেপথ্যের অজানা তথ্য সবই থাকবে। সেই সাথে থাকবে গান শোনার ব্যবস্থা। তাছাড়া কেউ চাইলে গান ডাউনলোডও করতে পারবেন।
কাজটি নিঃসন্দেহে বিশাল এবং কষ্টসাধ্য। আমার একার পক্ষে এই কাজটি সম্পূর্ণ করা দুরূহ। সেহেতু আমি সকলের সহযোগীতা প্রত্যাশা করছি। যে কেউ রেজিস্ট্রেশন করে এখানে গানের বাণী যোগ করতে পারবেন। কোন ভুল-ত্রুটি থাকলে তা সংশোধন করে প্রকাশ করা হবে।
মামুনুর রহমান খাঁন
কৃতজ্ঞতা স্বীকারঃ
* আমার সেসকল বন্ধু-বান্ধব -এর প্রতি কৃতজ্ঞ যারা আমার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং উৎসাহ দিয়েছেন।
* বলা মাত্র এই ওয়েব সাইটের জন্য চমৎকার একটি ব্যানার তৈরি করে দেয়ার জন্য বন্ধু তাহসিন হারুনকে কৃতজ্ঞতা জানাচ্ছি।
* লেখক ফারিহান মাহমুদকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি কারন এ ধরনের একটি কাজ করতে যাচ্ছি শুনে তিনিই প্রথম উৎসাহ দিয়েছেন।
বিঃ দ্রঃ এই ওয়েব সাইটটি একটি সেবামূলক দাতব্য কার্যক্রম।