ধানি মিশ্র

  • ম্লান আলোকে ফুটলি কেন গোলক-চাঁপার ফুল

    বাণী

    ম্লান আলোকে ফুটলি কেন গোলক-চাঁপার ফুল।
    ভূষণহীনা বনদেবী কার হ'রি তুই দুল।।
    	হার হ'বি কার কবরীতে
    	সন্ধ্যারানী দূর নিভৃতে,
    ব'সে আছে অভিমানে ছড়িয়ে এলোচুল।।
    মাটির ধরার ফুলদানিতে তোর হবে কি ঠাঁই,
    আদর কে আর করবে তোরে, বসন্ত যে নাই হায় বসন্ত নাই।
    	গোলক-চাঁপা খুঁজিস কারে —
    সে দেবতা নাই রে হেথা শূন্য যে আজি গোকুল।।
    
  • লুকোচুরি খেলতে হরি হার মেনেছ

    বাণী

    লুকোচুরি খেলতে হরি হার মেনেছ আমার সনে
    লুকাতে চাও বৃথা হে শ্যাম, ধরা পড় ক্ষণে ক্ষণে।।
    গহন মেঘে লুকাতে চাও অম্‌নি রাঙা, চরণ লেগে
    যে পথে ধাও সে পথ ওঠে ইন্দ্রধনুর রঙে রেঙে,
    চপল হাসি চম্‌কে বেড়ায় বিজলিতে নীল গগনে।।
    রবি-শশী-গ্রহ-তারা তোমার কথা দেয় প্রকাশি’
    ঐ আলোতে হেরি তোমার তনুর জ্যোতি মুখের হাসি।
    হাজার কুসুম ফুটে’ ওঠে লুকাও যখন শ্যামল বনে।
    মনের মাঝে যেম্‌নি লুকাও, মন হয়ে যায় অম্‌নি মুনি,
    ব্যথায় তোমার পরশ যে পাই, ঝড়ের রাতে বংশী শুনি
    দুষ্টু তুমি দৃষ্টি হয়ে লুকাও আমার এই নয়নে
    দুষ্টু তুমি দৃষ্টি হয়ে থাক আমার এই নয়নে।।
    
  • হায় ভিখারি কাহার কাছে হাত পাতিলে হায়

    বাণী

    হায় ভিখারি কাহার কাছে হাত পাতিলে হায়।
    তোমার চেয়েও আমি যে দীন কাঙাল অসহায়।।
    	আমার হয়ত কিছু ছিল কভু
    	সব নিয়েছেন কেড়ে প্রভু
    আমায় তিনি নেননি তবু তাঁহার রাঙা পায়।।
    তোমায় তিনি পথ দেখালেন ভাবনা কিসের ভাই
    তোমার আছে ভিক্ষা ঝুলি আমার তাহাও নাই।
    	চাইনে তবু আছি পড়ে
    	সংসারে জড়িয়ে ধরে
    কবে তোমার মতন পথের ধূলি মাখব সারা গায়।।