ভৈরব

  • জয় বিগলিত করূণা রূপিণী গঙ্গে

    বাণী

    জয় বিগলিত করূণা রূপিণী গঙ্গে
    জয় কলুষহারিণী পতিতপাবনী
    নিত্যা পবিত্রা যোগী-ঋষি সঙ্গে॥
    হরি শ্রীচরণ ছুঁয়ে আপন-হারা,
    পরম প্রেমে হ’লে দ্রবীভূত ধারা;
    ত্রিলোকের ত্রিতাপ পাপ তুমি নিলে মা,
    নির্মলে, তোমার পবিত্র অঙ্গে॥
    
  • জাগো জাগো শঙ্খ চক্র-গদা-পদ্ম-ধারী

    বাণী

    জাগো জাগো শঙ্খ চক্র-গদা-পদ্ম-ধারী 
    জাগো শ্রীকৃষ্ণ-তিথির তিমির অপসারি’।।
    	ডাকে বসুদেব দেবকী ডাকে
    	ঘরে ঘরে, নারায়ণ, তোমাকে।
    ডাকে বলরাম শ্রীদাম সুদাম ডাকিছে যমুনা-বারি।।
    	হরি হে, তোমায় সজল নেত্রে
    	ডাকে পাণ্ডব কুরুক্ষেত্রে!
    দুঃশাসন সভায় দ্রৌপদী ডাকিছে লজ্জাহারী।।
    	মহাভারতের হে মহাদেবতা
    	জাগো জাগো, আনো আলোক-বারতা!
    ডাকিছে গীতার শ্লোক অনাগতা বিশ্বের নর-নারী।।
    
  • মাধব বংশীধারী বনওয়ারী

    বাণী

    মাধব বংশীধারী বনওয়ারী গোঠ-চারী গোবিন্দ কৃষ্ণ মুরারী।
    গোবিন্দ কৃষ্ণ মুরারি হে পাপ-তাপ-দুখ-হারী।।
    কালরূপ কভু দৈত্য-নিধনে, চিকন কালা কভু বিহর বনে,
    কভু বাজাও বেণু, খেল ধেনু-সনে,
    কভু বামে রাধা প্যারী, গোপ-নারী মনোহারি, নিকুঞ্জ-লীলা-বিহারী।।
    কুরুক্ষেত্র-রণে পান্ডব-মিতা, কন্ঠে অভয়বাণী ভগবদ্-গীতা,
    পূর্ণ ভগবান পরম পিতা, শঙ্খ-চক্র-গদাধারী,
    পাপ-তারী, কান্ডারি ত্রিভুবন সৃজনকারী।।