হামদ

  • আল্লা নামের শিরনি তোরা কে নিবি কে আয়

    বাণী

    		আল্লা নামের শিরনি তোরা কে নিবি কে আয়।
    মোরা 	শিরনি নিয়ে পথে হাঁকি (নিতে) কেহ নাহি চায়।।
    			এই শিরনির গুণে ওরে শোন
    			শিরিণ্ হবে তোর তিক্ত মন রে
    		রাঙা হবে ভাঙা হৃদয় এই শিরনির মহিমায়।।
    		ধররে প্রাণের তশ্‌তরি তোর আরশ পানে মেলে,
    		খোদার খিদে মিটবে রে ভাই এই শিরনি খেলে।
    			তোদের পেট পুরিলি ধূলামাটি খেয়ে
    			করলি হেলা আল্লার নাম পেয়ে
    তোরা 	কাবা পাবার দরজা পাবি আয় আল্লা নামের দরজায়।।
    
  • এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি

    বাণী

    এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি
    		খোদা তোমার মেহেরবানী।
    শস্য-শ্যামল ফসল-ভরা মাঠের ডালিখানি
    		খোদা তোমার মেহেরবানী।।
    	তুমি কতই দিলে রতন
    	ভাই বেরাদর পুত্র স্বজন
    ক্ষুধা পেলেই অন্ন জোগাও মানি চাই না মানি।।
    খোদা তোমার হুকুম তরক করি আমি প্রতি পায়
    তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়।
    	শ্রেষ্ঠ নবী দিলে মোরে
    	তরিয়ে নিতে রোজ-হাশরে
    পথ না ভুলি তাইতো দিলে পাক কোরানের বাণী।।
    

  • তোমার নাম নিয়ে খোদা আমি যে কাজ করি

    বাণী

    		তোমার নাম নিয়ে খোদা আমি যে কাজ করি।
    		আমার তা’তে নাই লাজ ভয় মরি কিম্বা তরি।।
    		আমার ভালো মন্দ তুমি খোদা জানো,
    (তাই)	দুখের শমন দিয়ে এমন বুকের কাছে টানো, (খোদা)
    (আমি)	দুঃখ দেখে তোমার থেকে না যেন যাই সরি’।।
    		সুখ-দুঃখ যশ নিন্দা মান ও অপমান
    		আমার ব’লে নাইতো কিছু সবই তোমার দান,
    (যত)		বাইরে আঘাত আসে তত তোমায় যেন ধরি।।
    (এই)		ফেরেববাজীর দনিয়া ভরা কেবল মায়া ফাঁকি
    (তাই)	তোমার নামের বাতি জ্বেলে বুকের কাছে রাখি,
    		ঐ নামের আঁচের আমি যেন মোমের মত ঝরি।
    খোদা		তোমার প্রেমে গ’লে যেন মোমের মত ঝরি।।
    
  • নিশিদিন জপে খোদা দুনিয়া

    বাণী

    নিশিদিন জপে খোদা দুনিয়া জাহান — জপে তোমারি নাম।
    তারায় গাঁথা তস্‌বি ল’য়ে নিশীতে আসমান — জপে তোমারি নাম।।
    	ফুলের বনে নিতি গুঞ্জরিয়া
    	ভ্রমর বেড়ায় তব নাম জপিয়া,
    হাতে ল’য়ে ফুলকুঁড়ির তস্‌বি ফুলের বাগান — জপে তোমারি নাম।।
    	সাঁঝ সকালে কোকিল পাপিয়া
    	মধুর তব নাম ফেরে গাহিয়া,
    ছল ছল সুরে ঝর্নার ধারা নদীর কলতান — জপে তোমারি নাম।।
    	বৃষ্টি ধারার তস্‌বি ল’য়ে
    	তব নাম জপে মেঘ ব্যাকুল হয়ে,
    সাগর-কল্লোল, সমীর-হিল্লোল বাদল ঝড়-তুফান — জপে তোমারি নাম।।